Monday, December 27, 2010

হ্যাক s60v5 নতুন সব ফার্মওয়্যার - সম্পূর্ণ্ণ টিউটরিয়াল

নোকিয়ার পুরাতন ভার্সনগুলো হ্যালো অক্স দিয়ে সহজেই হ্যাক করা যেত। কিন্তু নতুন ফার্মওয়্যার আপডেটের সাথে সাথে নোকিয়ার সিকিউরিটি ব্যবস্থা জোড়ালো হচ্ছে। তাই হ্যাক করার ব্যবস্থাও জোড়ালো হয়েছে। নতুন ভার্সনের ফার্মওয়্যারগুলো হ্যাক করতে গেলে ফার্মওয়্যারগুলো প্রথমে নিজের মত করে কুক বা রান্না করে নিতে হয়। কিভাবে ফার্মওয়্যার রান্না করতে হবে সেটা নিয়েই এই টপিক।
প্রথমে বলে নেই কোন ফার্মওয়্যারগুলোকে এই সিস্টেমে হ্যাক করতে হবে। সোজা কথায় ফেব্রুয়ারী ১১, ২০১০ এর পর যেই ফার্মওয়্যারগুলো এই পর্যন্ত রিলিজ হয়েছে সেগুলোই এই পদ্ধতির অন্তর্ভুক্ত হবে। এর আগের ফার্মওয়্যারগুলো হ্যালো অক্স দিয়ে সহজেই হ্যাক করে নিতে পারেন। হ্যালো অক্স দিয়ে কিভাবে হ্যাক করতে হয় তা জানতে আমার লেখা আগের এই টপিকটি দেখে নিতে পারেন।
http://www.rongmohol.com/topic8130.html
ফার্মওয়্যার কুক করতে যেই টুলসগুলো প্রয়োজন হবে সেগুলো আগে সংগ্রহ করে নিন। নিচে এগুলোর লিংক দিলাম, মিডিয়াফায়ার থেকে নামিয়ে নিন। খুবই ছোট ছোট টুলস, তাই ডাউনলোডে সমস্যা হবার কথা না।
১। নেভিফার্ম - নকিয়া অফিসিয়াল সাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করার যন্ত্র। 
২। NFEstd.rar - এটা নকিয়া ফার্মওয়্যার এডিটর। এর সাহায্যেই রান্না করতে হবে ফার্মওয়্যার।
৩। J.A.F + Pkey5 - জাস্ট এনাদার ফ্লাশার। এই টুলের সাহায্যে ফার্মওয়্যার ফ্ল্যাশ দিতে হবে।
আরেকটা জিনিস আগেভাগে বলে রাখি, নেভিফার্ম যদি রান আপনার এক্সপি অপারেটিং সিস্টেমে রান না হয় তাহলে কষ্ট করে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক ৪.০ ডাউনলোড করে নিন।
আর কিছু না। এই টুল গুলোই যথেষ্ট ফার্মওয়্যার হ্যাক করার জন্যে। সবকিছু ঠিকঠাক ডাউনলোডের পর আসি কিভাবে হ্যাক করতে হবে নোকিয়ার নতুন ফার্মওয়্যারগুলো।
প্রথম ধাপঃ
নেভিফার্ম চালু করুন। এর কাজ হচ্ছে নকিয়া'র সাইট হতে আপডেট ফাইলগুলো ডাউনলোড করা।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/452010-09-30_012133.jpg
নেভিফার্ম ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নকিয়া'র উৎপাদিত সব মোবাইলের লিস্ট দেখাবে। ধরুন নকিয়া ৫৮০০ কে ফ্ল্যাশ দিবেন। তাহলে লিস্ট থেকে নোকিয়া ৫৮০০ সিলেক্ট করেন। পরবর্তী কলাম থেকে সর্বশেষ সফটওয়্যার ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলাম থেকে আপনার দেশের ভাষা অনুযায়ী ফার্মওয়্যার সিলেক্ট করুন। আপনার ভাষা যদি উল্লেখিত না থাকে তাহলে EURO ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলামে ৫/৬টা(বেশি-কম হতে পারে) ফার্মওয়্যার ফাইল দেখাবে। ওগুলো সিলেক্ট করে Internet Download manager এর সাহায্যে একটা একটা সবগুলো ডাউনলোড করুন। Download with program দিলে সারাদিনেও একটা ফাইল ডাউনলোড হবেনা। ডাউনলোড করা ফাইলগুলো একটি ফোল্ডারে জমা রাখুন।
দ্বীতিয় ধাপঃ
NFEstd(Nokia Firmware Editor) চালু করুন। এর সাহায্যে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফার্মওয়্যার ফাইল এডিট করতে হবে। নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ৫/৬ টা ফাইলের মধ্যে একটার এক্সটেনশন হচ্ছে .rofs2.v**। এই ফাইলটিকেই আপনার এডিট করতে হবে। যাই হোক, এবার NFEstd'র Open File বাটনে চাপ দিন। চাপ দেয়ার পরে আপনার ডাউনলোড করা rofs2.v** ফাইলটি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর Extract বাটনে চিপেন। কিছুক্ষণ অপেক্ষা করেন আপনার ফার্মওয়্যার ফাইলটি ডিকমপ্রেস হওয়া পর্যন্ত। সব ঠিকমত হয়ে যাবার পর NFE'তে এরকম একটা উইন্ডো আসবে।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/6932010-12-25_201413.jpg
এখন আপনাকে একটি ক্ষুদ্র ফাইল ডাউনলোড করতে হবে যার নাম InstallServer.exe। এই জিনিসটাই আপনার মোবাইলের যত রকমের সফটওয়্যার, থিম, গেম ইন্সটল নিয়ন্ত্রন করার পাশাপাশি আনসাইনড এ্যাপ্লিকেশান ইন্সটল করতে বাঁধা দেয়। আমি এখন যেই ফাইলটা দিচ্ছি সেটা আনসাইড সফটওয়্যার ইন্সটলে বাঁধা দিবে না।
ডাউনলোড ইন্সটল সার্ভার হ্যাকড।
এখন NFE'te এইটারে নিয়া পেস্ট করবেন x:\Sys\Bin ফোল্ডারে। আগের যেইটা আছে ঐটারে রিপ্লেস করায়ে দিবেন শুধু।
পেস্ট করার পর Repack/Rebuild বাটনে চাপ দেন। কিছুক্ষন পরে নতুন রান্না করা Rebuilt_rofs2.v** ফাইলটি নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফার্মওয়্যার ফাইলগুলো যেই ফোল্ডারে আছে সেখানে গিয়া জমা হবে।
তৃতীয় ধাপঃ
এইবার ব্যাপার খুব সহজ। নতুন জেনারেট করা rebuilt_.rofs2.v** ফাইলটি রেখে পুরাতন/অরিজিনাল ফাইলটি ডিলেট করে দেন। ডিলেট করার পর rebuilt লেখা ফাইলটিকে রিনেম করে rebuilt লেখাটি উঠিয়ে দিন যাতে করে অরিজিন্যাল ফাইলের মত দেখায়।
এবং .c01ফাইলের এক্সটেনশান চেঞ্জ করে .c0r করে দিন।
এখন আপনার মোবাইলের ব্যাটারি উল্টিয়ে দেখেন মোবাইলের গায়ে (যেই স্টিকারে মেড ইন হাঙুরী, পিনল্যান্ট, চাইনা, নুকিয়া লেখা থাকে) সেখানে RM-356 টাইপের অথবা এরকম কোনো লেখা আছে কিনা। যেটাই থাকবে সে নামে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products এখানে একটা ফোল্ডার করে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফাইলগুলো পেস্ট করে দিন।
চতুর্থ ধাপঃ
JAF ইন্সটল করে নিন।  ইন্সটলেশানের মাঝখানে নকিয়া ক্যাবল ড্রাইভারও আপডেট হবে। ইন্সটলের পরে P-Key সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।
[Special Note for Seven & Vista: যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে p-key সফটওয়্যারে রাইট বাটন চেপে > Properties> Compatibility তে যান।  এখানে Run this program in compatibility mode for: বক্সে টিক চিহ্ন দিন। এরপর পপ-ডাউন থেকে Windows XP (Service Pack 3) সিলেক্ট করেন। এরপর আরেকটু নিচে Run this program as an administrator-এও টিক চিহ্ন দিন। এরপর Okদিলে উইন্ডোজ সেভেনেও বিনা বাগে ব্যবহার করতে পারবেন। ভিস্তা ব্যবহারকারীরা সমস্যায় পড়লেও এই পদ্ধতির ভেতরে যেতে পারেন।]
P-Key v5 খুললে নিচের ইন্টারফেস দেখা যাবে-
http://photos-542.friendster.com/e1/photos/24/58/6438542/1_324296577l.jpg
সেখানে GO বাটনে চাপ দিন। দেখবেন কিছুক্ষণ পরেই JAF সফটওয়্যারটি ওপেন হয়েছে, সাথে একটি ইরর মেসেজ আসবে- Error: No box driver found. চিন্তামুক্ত থাকেন। OK চাপ দিয়ে দিন। এরপর জাফের উপরের দিকে BB5 ট্যাবে ক্লিক করেন।
Normal Mode এবং CRT 308  থেকে টিক চিহ্ণ উঠায়ে দিন এবং Manual Flash এবং Dead USB তে টিক চিহ্ণ মারুন।
এরপর JAF ইন্টারফেইসের উপরের সাড়িতে দেখবেন কিছু বাটন আছে - MCU, PPM, CNT, APE Variant ইত্যাদি।
=> MCU তে ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .c0r ফাইলটি সিলেক্ট করেন।
=> PPM-এ ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .rofs2.v** ফাইলটি সিলেক্ট করেন।
=> APE Variant-এ ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .uda.fspx ফাইলটি সিলেক্ট করেন।
শেষ ধাপঃ
মোবাইল ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত অবস্থায় অফ রাখুন। এরপর ফ্ল্যাশ বাটনে চাপুন। একটা ওয়ার্নিং দেখাবে, সেটাতে Yes চাপুন। যখন বলবে মোবাইলের পাওয়ার বাটনে হাল্কা ২/৩ সেকেন্ড চেপে ধরতে হবে। যখন found লেখা উঠবে তখন বাটন ছেড়ে দিতে হবে। বাকী কাজ নিজে নিজেই হয়ে যাবে। ৫ মিনিট বা তারো কম সময়ে ফ্ল্যাশ শেষ হবে।
এখন আপনি যেকোনো আনসাইনড ফাইল ইন্সটল করতে পারেন।
C:\ ড্রাইভের সিস্টেম, রিসোর্স ফোল্ডারগুলোতে এক্সেস পাবেন।
সম্পূর্ণ কাস্টোমাইজড একটি ফোন পেতে পারেন। happy

কিছু জানা অজানা ফেইসবুক চ্যাট ইমোটিকন + বোনাস

ফেইসবুকে চ্যাট সাধারাণত একটা লাইট চ্যাটিং ইন্টারফেস। কোনো অতিরিক্ত ফিচার নেই এই চ্যাট ইন্টারফেসে। সাধারন কিছু স্মাইলি-ই শুধু ব্যবহার করা যায় ফেইসবুক চ্যাটে। তবে এই ব্যাসিক স্মাইলিগুলোর মধ্যে অনেকগুলোর সিম্বলই অনেকের অজানা।
আসুন দেখে নেই কোন সিম্বল ইনপুট দিলে কি স্মাইলি পাওয়া যাবে ফেইসবুক চ্যাটে।

 http://www.fbemoticons.com/wp-content/uploads/2010/03/facebook-emoticons.jpg
----------------------
[নোটঃ সিম্বলগুলোর মাঝখানের স্পেস ছাড়া লিখতে হবে।]
হাসি : )
ভেটকি : D
চোখের কারিগরি ; )
সুখযুক্ত চক্ষু ^_^
খটখইট্টা হাসি >:o
বিলাই হাসি :3
রাগান্বিত >: (
দুখী : (
কান্না :'(
আশ্চর্য্যান্বিত :O
ক্রিস্ট্যাল চশমা 8)
কালা চশমা 8|
জিব্লা : P
Woot?! O.o
চুখ বন্ধ -_-
হুরর... :/
শয়তান 3: )
ফেরেশতা O: )
চুম্মা : *
হার্ট <3 (অনেকটা এরকম দেখাবে ♥)
প্যাকম্যান :v
রোবট : |]
মেসির মত দেখতে কিন্তু আসলে মেসি না - :putnam:
হাঙ্গর মাছের মাথা (^^^)
পেঙ্গুইন <(" )
বেয়াল্লিশ :42:
---------------------
আরেকটা জিনিস হইলঃ
কোনো লেখা যদি এরকম করে লেখেন-  *ACiDAG3*    তখন বোল্ড হয়ে যাবে লেখাটি
আর লেখা আন্ডারলাইন করতে হলে এরকম লিখবেন-    _ACiDAG3_
বোল্ড আর আন্ডারলাইন দুইটাই একসাথে করতে চাইলে - *_ACiDAG3_*
-----------------------

বোনাসঃ big grin
উলটা অক্ষরঃ zZʎʎxXʌᴧn∩ʇ⊥sSɹᴚbΌdԀoO
uᴎɯWℸℸʞ⋊ɾſıIɥHƃƃɟℲǝƎp◖ɔɔqqɐ∀
068Ɫ65ᔭƐ21
স্টাইলিশ ফন্টঃ ᴬᵃᴮᵇ© ͨᴰᵈᴱᵉffᴳᵍᴴʰˡ'ᴶʲᴷᵏᴸˡᴹᵐᴺⁿᴼºᴾᵖᴽզᴿʳˢˢᵀᵗᵁᵘᵛᵛˣˣʸʸ⥸ʐ
যথেষ্ট।

Sunday, December 12, 2010

শাহরুখ খান নাইট লাইভ ইন ঢাকা ২০১০ - ফুল ভিডিও(সিঙ্গেল লিংক)

যারা শাহরুখ খানের কনসার্টটি লাইভ দেখতে পারেন নি অথবা কনসার্টের ভিডিওটি সংগ্রহে রাখতে চান তাদের জন্যে ফুল লেন্থ ভিডিওর কয়েকটি লিংক দেয়া হল। ৫৮৪ মেগাবাইটের এই ভিডিওটিতে সম্পূর্ণ মূল অনুষ্ঠানটি আছে। তবে শো আরম্ভ হওয়ার আগে আঁতেল সম্প্রদায়ের করা 'বিশেষ আলোচনা অনুষ্ঠান ও গবেষণা'টি বাদ দেয়া হয়েছে। কোয়ালিটি মোটামোটি রকমের ভালো। স্ক্রীণশট নিচে দিলাম-

নিচের যেকোনো একটি লিংক ডাউনলোড করলেই চলবে...
http://www.fileserve.com/file/SH2Naqu/S … t_2010.wmv
http://www.duckload.com/download/136414 … t_2010.wmv
http://hotfile.com/dl/88619846/b107c5c/ … 0.wmv.html
http://www.megaupload.com/?d=QLWP6NS1

Monday, December 6, 2010

ফাস্টস্টোন ইমেজ এবং ভিডিও ক্যাপচার ক্র্যাকড

ফাস্টস্টোন ইমেজ ক্যাপচারের সাহায্যে ডেস্কটপের যেকোনো অংশ বা সম্পূর্ণ ডেস্কটপের স্ক্রীণের ইমেজ ক্যাপচার করতে পারেন। এর সাথে যুক্ত আছে স্ক্রীণ ভিডিও করার অপশানটিও। স্ক্রীণ ভিডিও করার অপশান দিয়ে রেকর্ড করতে পারেন ওয়েবক্যাম কনভারশেসন, তৈরী করতে পারেন নিজের বিভিন্ন টিউটরিয়াল।
http://www.faststone.org/Images/CapturePanel.gif
এছাড়াও যেকোনো বাটন ক্যাপচার করতে পারেন সিঙ্গেল ক্লিকেই। লম্বা ওয়েব পেইজ মাউস হুইল ঘুরিয়ে সম্পূর্ণ পেইজ ক্যাপচার করে পিডিএফ ফরম্যাটে সেইভ করতে পারেন ছোট্ট এই সফটওয়্যার দিয়ে।
ছবি তুলে প্রাথমিক এডিট করে নিতে পারেন এই সফটওয়্যারের সাহায্যে। ইমেজ ও ভিডিও করার সময় ইমেজ ও ভিডিওর যেকোনো স্থানে দিয়ে দিতে পারেন নিজের লোগো কিংবা নাম। এরকম অনেকগুলো ফিচার নিয়ে FSCapture দারুন একটি সফটওয়্যার। শেয়ারওয়্যার হওয়ায় নির্দিষ্ট সময় শেষে আপনাকে কিনে নিতে হবে এই সফটওয়্যারটি।
http://www.faststone.org/Images/download.gif

হেল্প > রেজিস্ট্রেশনে গিয়ে এই ইউজারনেম এবং সিরিয়াল কী দিয়ে রেজিস্টার করে নিনঃ
Name : web08_2010@yahoo.com
Registration code : APVMB-IDDIA-NCQCT-WCMUK

পিজিন চ্যাট ক্লায়েন্ট

http://www.pidgin.im/shared/img/logo.text-big.gif
পিজিন একটি সহজ চ্যাট ক্লায়েন্ট যাতে মাল্টি লগিন সহ অনেক সুবিধা রয়েছে। এর সাহায্যে একই সাথে লগিন করতে পারেন ইয়াহু, এমএসএন, ফেইসবুক, গুগল টক ইত্যাদি চ্যাটে। বর্তমানে এর সাপোর্ট করা নেটওয়ার্কগুলো হচ্ছেঃ
    AIM
    Bonjour
    Gadu-Gadu
    Google Talk
    Groupwise
    ICQ
    IRC
    MSN
    MXit
    MySpaceIM
    QQ
    SILC
    SIMPLE
    Sametime
    XMPP
    Yahoo!
    Zephyr
এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হচ্ছে এর এক্সএমএল কনসোল। অন্যান্য এক্সএমএল ক্লায়েন্টগুলো থেকে এটি খুব তাড়াতাড়ি এক্সএমএল কোড অনুযায়ী এ্যাকশান নিতে পারে। আর এর এক্সএএমএল ইন্টারফেইসটি এ্যাকশান ফিল্ড থেকে আলাদা হওয়ায় কোড দেয়ার পর কি হচ্ছে তা এ্যাকশান উইন্ডোতে দেখ যায়। গত কয়েকবছর নিমবাজে ধুমায়ে চ্যাট করেছি এবং মানুষদের অযথা হয়রান করেছি এই কনসোল ব্যবহার করে।
এক্সএমএল কোড ও পিজিনে নিমবাজ নেটওয়ার্ক যুক্ত করার সম্বন্ধে জানতে এই লিংকে যেতে পারেন। এই সাইটে আমার কাস্টোমাইজ করা অনেকগুলো কোড দেয়া আছে-
http://i40.tinypic.com/169l2f4.jpg
নিমবাজ ছাড়াও অন্যান্য জাব্বের ক্লায়েন্ট সম্পর্কিত XML কোডের জন্য ভিজিট করতে পারেন জাবের এর অফিসিয়াল সাইট।
http://www.pidgin.im/shared/img/button.download.png

Wednesday, December 1, 2010

উইন্ডোজ সেভেনের লগিন স্ক্রীণ চেঞ্জ করুন - ডেক্সটপ কনটেক্সট

http://danielnetsoftware.com/images/mainTitle.png
উইন্ডোজ সেভেনে যদিও বুট এ্যানিমেশান পাল্টানোর জন্যে এখনো সেরকম কোনো সফটওয়্যার বের হয়নি তবে লগিন স্ক্রীণ পাল্টানোর জন্যে হাজার ধরণের সফটওয়্যার বের হয়ে গেছে।
এখন বলব ছোট একটি টুলের কথা যার সাহায্যে অতি সহজে উইন্ডোজ সেভেনের লগিন স্ক্রীণ পালটানো যাবে। এর বিশেষত্ব হচ্ছে এটি ইন্সটলের পর একে দেখে কোনো থার্ড পার্টি সফটওয়্যার বলে মনে হবে না।  ডেক্সটপে রাইট বাটনে চিপলে কনটেক্সট মেনুতেই দেখা যাবে লগ-অন স্ক্রীণ চেঞ্জ করার জন্যে মেনুটিকে।
http://danielnetsoftware.com/images/quickacess.png
প্রোগ্রামে ঢুকার পর আপনার আকাঙ্খিত ছবিটি সিলেক্ট করুন। ছবির রেজুল্যাশান যদি আপনার স্ক্রীণের সাথে খাপ না খায় তাহলেও সমস্যা নেই। এটি ছবিটিকে আপনার স্ক্রীণের রেজুল্যাশান অনুযায়ী কনভার্ট করে নিবে।
এরকম অনেক সফট ব্যবহার করেছি। ব্যক্তিগতভাবে অন্যান্য সফটওয়্যার থেকে এটাকে কোয়ালিটির জিনিস মনে হয়েছে।
ডাউনলোড করুন-
http://danielnetsoftware.com/images/down_hover.png

Tuesday, November 30, 2010

গ্রামীনফোনে ২০ টি ফ্রী এসএমএস সাথে মাইক্রোসফট ড্রীমস্পার্কসের এ্যাকটিভেশন

 http://www.grameenphone.com/assets/images/content/GRA_h_neg_3D_4cp_25mm.gif
গ্রামীনফোন বলতে চায়, আলো নাকি আসবেই। আর সেজন্যেই গ্রামীনফোন চালু করে দেশব্যাপী মেধাবী প্রোগ্রামারদের দিয়ে মোবাইল সফটওয়্যার বানানোর কাজ। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ ছিল।
আলো যখন আসবেই  গ্রামীনফোনের গ্রাহকেরা কষায়া এই লিংকে প্রবেশ করেন -

এই লিংকে গিয়ে ভালো করে রেজিস্টার করে নিন। রেজিস্ট্রেশনের পর মেইল ভেরিফিকেশান করতে হবে।
সবকিছু করার পর এই লিংকে প্রবেশ করে লগিন করুন-

 http://www.isic.pl/tl_files/aktualnosci/microsoft_dreamspark.jpg
লগিনের পর আপনাকে মাইক্রোসফট ড্রিমস্পার্কস'এর জন্যে একটি এ্যাক্টিভেশন কী দেয়া হবে। সেই কী'র সাহায্যে আপনি ড্রিমস্পার্কসের ওয়েব সাইট থেকে বিনামুল্যের সফটওয়্যার ডাউনলোড এবং অন্যান্য সুবিধা পেতে পারবেন। DreamSparks এর ওয়েব এ্যাড্রেস এখানে - ড্রিমস্পার্কস। এখানে গিয়ে ভ্যালিডেটেশান কোড চাইলে আলো আসবেই ওয়েব সাইটে পাওয়া কী-পেয়ারস দিয়ে রেজিস্টার করে ফেলুন।


আর ২০ টি ফ্রী এসএমএস এর জন্য, লগিনের পর দেখবেন Account | Development profile | Developer Test Phone -এরকম তিনটি ট্যাব আসছে। তিন নাম্বার ট্যাবে ক্লিকুন। ক্লিকাবার পর আপনাকে আপনার গ্রামীনফোন নাম্বার দিতে বলবে। আপনার সচল সংযোগটির নাম্বার দিয়ে দেন। সচল হতে হবে এই কারণে বলছি যে, নাম্বারটি দেয়ার পর সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে।
নাম্বার দেয়ার পর দেখবেন একটা মেসেজ আসছে এরকম-
The changes have been saved.
You've requested change your Test phone. If you got the confirmation code, please enter it here.
ভেরিফিকেশান কোডসহ এসএমএস পাওয়ার পর সেটি দিয়ে আপনার ফোন নাম্বার ভেরিফাই করুন। Here বাটনে চিপকায়ে পরের পেইজে গিয়ে ভেরিফিকেশান কোডটি দিয়ে প্রমান করুন আপনার নাম্বারেই আপনি মেসেজটি পাঠিয়েছিলেন।
এবার এখানকার সফটওয়্যার দিয়ে এসএমএস পাঠানো শুরু করুন। - ডাউনলোড
প্রোগ্রামটি রান করাতে এক্সপিওয়ালাদের সমস্যা হলে নেট ফ্রেমওয়ার্ক ২.০ অথবা ৪.০ ইন্সটলাইতে হবে।

ব্লাস্টার - ফেইসবুক ফ্রেন্ড এ্যাডার


http://www.thetechherald.com/media/images/200848/FacebookLogo_13.jpg
ফেইসবুকে এখন নতুন সুবিধা চালু করেছে যাকে আপনি চিনেন না তাকে আপনি এ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। অনেক সময় দেখা যায় নিজের ওয়াইফকেও এ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না।
এই সফটওয়্যারের মাধ্যমে বন্ধুদের বিনা বাঁধায় এ্যাড করতে পারবেন। একই সাথে পাঠাতে পারবেন হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনাকে শুধু দেখিয়ে দিতে হবে কোন পেইজের ফ্রেইন্ডদের আপনি এ্যাড করতে চান। লগিন করে সেই পেইজটি দেখিয়ে দিন। সফটওয়্যারটি সেই পেইজের সবার আইডি একটি টেক্সট ফাইলে সেভ করবে। এরপরের স্টেপে সেই টেক্সট ফাইলটি দেখিয়ে দিন। শুরু হবে অটোমেটিক এ্যাডিং...
এছাড়াও থাকছে ওয়ালে পোস্ট দেয়ার সুবিধা।
ক্যাপচার ছাড়াই কাজ কর্ম করার সুবিধা।
ফাইলটির পোর্টেবল ভার্সন পাওয়া যাবে এই জায়গায়-
http://hotfile.com/dl/84679148/3700208/Blaster..rar.html

Sunday, November 28, 2010

অফিস ২০০৭ এ পিডিএফ ফাইল তৈরীর প্লাগিন


অফিস ২০১০ এর মারাত্মক জটিল একটি ফিচার হচ্ছে ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে সেইভ করার সুবিধাটি। অফিস ২০০৭ এ কিন্তু এই গুরুত্বপূর্ণ ফিচারটি বিল্ট-ইন ভাবে দেয়া নেই। ওপেন অফিস নামের ফ্রী সফটওয়্যারেও যেখানে পিডিএফ তৈরীর ব্যবস্থা রাখা হয়েছিল তখন মাইক্রোসফটের জনপ্রিয় অফিস সফটওয়্যারে সেই সুবিধা ছিল না।
যাই হোক, অফিস ২০১০ এ সেই ফিচারটি রাখা হল। ফাইল > সেইভ এ্যাজ নির্দেশ দিয়ে পপ আপ থেকে পিডিএফ সিলেক্ট করে সেইভ করলেই হয়।
অফিস ২০১০ এ এই ফিচার দেয়ার পর মাইক্রোসফট তার পুরোনো প্রোডাক্ট অফিস ২০০৭ ব্যবহারকারীদের জন্যে একটা প্লাগিনের ব্যবস্থা করল ফ্রীতে। যার সাহায্যে অফিস ২০১০ এর মত করে অফিস ২০০৭'এও পিডিএফ ফরম্যাটে ফাইল সংরক্ষণ করা যাবে।
আপনার পিসিতে ইন্সটল করা অফিস ২০০৭ এর জন্যে নিচের থেকে ১ মেগাবাইট ওজনি পিডিএফ ফাইল তৈরীর প্লাগিনটি/এ্যাড-ইন ডাউনলোড করুন-

সেভেন ক্যাপচার - ট্রান্সপারেন্ট স্ক্রীণ শুটার

ইমেজ ক্যাপচার বা স্ক্রীণ শট নেয়ার সফটওয়্যারের কোনো অভাব নেই। সামান্য স্ক্রীণ শট তোলার জন্য এমন এমন সফটওয়্যারও আছে যেগুলো উদ্ভট দাম দিয়ে কিনতে হয়। কিন্তু এখন যে সফটওয়্যারটির কথা বলছি সেটা বিলকুল ফ্রী। ফ্রীওয়ার সেটা বড় কথা না। এর সবচেয়ে বড় ফিচার হচ্ছে, এর সাহায্যে তোলা ছবিগুলোর কোণা রাউন্ড থাকবে।
সাধারণ স্ক্রীণ শট নেয়ার সফটওয়্যারগুলোতে ছবি তুললে অনেকটা এরকম হয়-
http://www.7capture.com/sites/default/themes/sevencapture/images/screenshot-opaque-using-printscr.png
কিন্তু এর সাহায্যে নেয়া ইমেজ হবে এরকম-
http://www.7capture.com/sites/default/themes/sevencapture/images/screenshot-transparent-using-7capture.png
দরকার থাকলে এখনি এখান থেকে ডাউনলোড করুন-
http://www.7capture.com/sites/default/themes/sevencapture/images/btn-download.png

Monday, November 8, 2010

ঘেতু পুত্র কমলা - হুমায়ুন আহমেদের শেষ ছবি?

জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ুন আহমেদ ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি তার আগামী ছবি ‘ঘেতু পুত্র কমলা’ পরিচালনার পর পরিচালনা জগত থেকে সড়ে যাবেন। গত রবিবার চ্যানেল আই কার্যালয়ে ছবিটির মহরতের সংবাদ সম্মেলনে উনি এই ঘোষণা দেন।
হুমায়ুন আহমেদ ছবি পরিচালনা বাদ দেয়ার কারণ হিসেবে তার অধৈর্য মনোভাবকে দায়ী করেছেন। তিনিই লিখেছিলেন কোন উপন্যাসে –হে মানবজাতি তোমাদের বড়ই তড়াহুড়া। সেই তাড়াহুড়া’র  কারণেই তিনি ছবি নির্মাণ বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে গেলেন। তিনি বলেন, তার তাড়াহুড়ার কারণে এখন আগের মত ভাল ছবি নির্মাণ করতে পারবেন না। তাছাড়া তিনি আগের মত ছবি পরিচালনায় এত উৎসাহ নেই।
যদিও তিনি বলেছেন, তার খুবই আপন টাইপের কেউ যদি বিশেষ করে তার ওয়াইফ তাকে আবার ছবি নির্মাণ করতে বলেন তবে তিনি বিবেচনা করতে পারেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা সহকারী(!) কামাল আব্দুল নাসের চৌধুরী এবং ইমপ্রেস টেলিফিল্মের ডিরেক্টর জেনারেল ফরিদুর রেজা সাগর বক্তব্য রাখেন।
হুমায়ুন আহমেদের আসন্ন ছবি ঘেতু পুত্র কমলা সম্পর্কে তিনি বলেন, ছবিটি নাকি মুলত ঐতিহ্যবাহী ঘেতু গায়েনদের উপর ভিত্তি করে নির্মিত হবে।
ঐতিহাসিক ঘেতু পারফরমেন্সে, যুবক বয়েসী ছেলেরা মেয়েদের সাজে সেজে গেয়ে ও কুশ্লীল ভাবে নেচে উচ্চশ্রেণীর লোকদের খুশি করত।
উঠতি বয়েসী মামুন নামের এক ছেলে এই ছবিতে ঘেতু পুত্র কমলা হিসেবে অভিনয় করবে। তারেক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন আহমেদ এবং শামীমা নাজনিন প্রধান প্রধান চরিত্রে থাকবেন।
হবিগঞ্জ জেলায় গতকাল সোমবার এই ছবির চিত্রগ্রহন শুরু হয়েছে।

-সূত্রঃ নিউ এইজ থেকে অনুবাদকৃত।

Saturday, November 6, 2010

গুগলের কিছু সার্চ ট্রিকস

০১. OR – যে কোনো এক্টির জন্যে সার্চ, যেমন- "price high OR low"  এভাবে সার্চ দিলে কোনো জিনিসের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম দেখাবে।
    ০২ "-" – সার্চ করার সময় কোনো word বাদ দিয়ে সার্চ করতে লিখুন এভাবে, যেমন- "apple -tree"। দেখবেন আপনার সার্চ রেজাল্টের কোথাও tree word টি দেখা যাবেনা।
    ০৩ "+" – জোড়পূর্বক কোনো word সার্চ রেজাল্টে অন্তর্ভুক্ত করানোর জন্যে শব্দের ফাকে + দেয়া হয়। যেমন- "Name +of +the Game"। দেখবেন রেজাল্টে যে শব্দ গুলোর আগে + দিয়েছেন অর্থাৎ of এবং the শব্দ দুটী প্রাধান্য পেয়েছে।
Some of the query options are as follows:
    ০৪. define: – এভাবে সার্চ দিলে কোনো কিছুর সংজ্ঞা পাওয়া যাবে। যেমন- define:potato. এভাবে আলুর সংজ্ঞা পাওয়া যাবে। (acidage-এর কোনো সংজ্ঞা পাওয়া যায়নি)
    ০৫. stocks: – এভাবে সার্চ দিয়ে কোনো পণ্যের মজুদ সম্পর্কে জানা যেতে পারে। যেমন- stock:potato in bangladesh. বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলুউর মজুদ জানা যাবে।
    ০৬. site: – এরকম করে  সার্চ দিয়ে জানা যাবে গুগল কোনো নির্দিষ্ট সাইটের কতটি পেজ ইন্ডেক্স করেছে। যেমন, site:acidagelive.blogspot.com ১,৬২,০০০ টি। আবার, "site:com" এভাবে সার্চ করলে শুধুমাত্ত্র ".com"  দিয়ে ডোমেইনের রেজাল্ট গুলুই দেখাবে।
    ০৭. allintitle: – শুধু কোনো সাইটের টাইটেলই সার্চ করবে। সম্পূর্ণ সাইট করবেনা।
    ০৮. intitle: – এভাবে সার্চ করলে একাধিক শব্দ ব্যাবহার করা লাগবে। যেমন- 'intitle:acidoxide acidage'. প্রথম শব্দটি অর্থাৎ 'acidoxide' সার্চ করবে শুধু মাত্র টাইটেল থেকে আর 'acidage' সার্চ করবে সম্পূর্ন সাইট থেকে।
    ০৯. allinurl: – শুধু মাত্র সাইটের এড্রেস চেক করবে। সম্পূর্ন সাইট নয়। যেমন- 'allinurl:acidagelive'
    ১০. inurl: – এরকম সার্চ করতে একাধিক শব্দ দরকার হবে। যেমন- 'inurl:acidagelive Ghajini'. এক্ষেত্রে প্রথম শব্দ অর্থাৎ acidagelive সার্চ করবে শুধু এড্রেস থেকে আর Ghajini সার্চ করবে সম্পূর্ন সাইট থেকে।
The page-display options (or query types) are:
    ১১. cache: –এটি কোনো সাইট থেকে কোনো নির্দিস্ট শব্দ খুজে বের করে দিবে। এভাবে সার্চ করলে কাংখিত এড্রেসে দ্বীতিয় শব্দটি দেখাবে। যেমন- "cache:acidoxide.blogspot.com acidage" অর্থাৎ acidoxide.blogspot.com এই পেজে acidage শব্দটি হাইলাইট করে দেখাবে। কোনো পেইজ যদি কোনো ওয়েবসাইট রিমুভ করে দেয় তবে এই জিনিস ব্যবহার করে সেই পেইজও দেখা যাবে।
    ১২. link: – এভাবে সার্চ করে জানা যাবে আপনার সাইটের সাথে আর কে কে লিঙ্ক করে রেখেছে। যেমন- link:acidoxide.blogspot.com
   ১৩. related: – এভাবে সার্চ করে একই গোত্রের সাইটগুলো খুজে নেয়া যাবে।
    ১৪. info: – এটি সাইট সম্পর্কে কিছু তথ্য প্রধর্ষণ করে।. যেমন- info:acidagelive.blogspot.com
    ১৫. filetype: - এটি আপনার জন্যে কোনো নির্দিষ্ট ফরম্যটের ফাইল খুজে দিবে। যেমন- filetype:mp3


আরো...

1. movie:london. লন্ডনের থিয়েটার গুলোতে কি মউভি দেখাচ্ছে দেখাবে।
2. weather: dhaka/ zip code - আবহাওয়ার খবর জানাবে।
৩. csco: company name স্টকের খবর।
৪. time: city name যে কোনো শহরের সময় দেখাবে।
৫. 5*9+4= এরকম যেকোনো অংক লিখে যোগ বিয়োগ করে ফেলতে পারেন ক্যল্কুলেটর ছাড়া।
৬. book: Henry Wadsworth Longfellow বইটি সম্পর্কে তথ্য দিবে।
৭. earthquake: london কোনো শহরের ভূমিকম্পনের খবর দিবে। দূর্ভাগ্যের কারণে বাংলাদেশের জন্যে কাজ করেনা।
৯. 10.5 cm in inches লিখে কনভার্ট করতে পারেন চেন্টিমিটার থেকে ইঞ্চিতে। এরকম ভাবে অন্য এককও ব্যাবহার করা যাবে।
১০. popoulation Bangladesh - বাংলাদেশের জনসংখ্যা দেখাবে। অন্য দেশও ব্যাবহার করতে পারেন।
১১. unemployment rate: bangladesh - আমার মত লোকের শতকরা হার দেখাবে।আই মিন বেকার। ( আকারহীন)
১২. ~employee - সমার্থক শব্দাবলীর জন্যেও সার্চ ফলাফল দেখাবে। যেমন employee'র জন্যে workplace এর রেজাল্ট ও দেখাবে।

HJSplit এবং FFSJ - ফাইল জোড়া লাগানোর দুটি দারুন সফটওয়্যার

HJsplit হচ্ছে খন্ড করা বড় ফাইল জোড়া লাগানোর প্রচলিত একটি সফটওয়্যার। ধরুন কোনো মুভি ডাউনলোড করলেন যার ফাইল এক্সটেনশান .001 .002 .003 এরকম। এরকম ফাইলকে জোড়া লাগানোর জন্যেই মুলতঃ HJsplit সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এই ফ্রী সফটওয়্যারের সাহায্যে ফাইল জোড়া লাগানোর সাথে সাথে ফাইলকে বিভিন্ন সাইজে ভাঙ্গতেও পারবেন।
.001 এই এক্সটেনশান ছাড়াও এখন কিছু নতুন এক্সটেনশান দেখা যায় .__a .__b .__c এই ধরনের। এগুলো HjSplit জোড়া লাগাতে পারে না। এগুলো জোড়া লাগানোর জন্যে FFSJ নামের আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটির ইউজার ইন্টারফেসও HJsplit থেকে ইউজার ফ্রেইন্ডলি। এটিতে HJsplit এর সব সুবিধাই পাওয়া যাবে। ডাউনলোড লিংক যুক্ত করা হয়েছে।

Thursday, November 4, 2010

মিডিয়াফায়ার লিংক রিজিউম করার পদ্ধতি - ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার টিউট

মিডিয়াফায়ার ফাইল স্টোরিং এর জন্যে দারুন এক সাইট। ফ্রী ইউজার হয়েও আপনি এই সাইট থেকে সর্বোচ্চ স্পীডে ডাউনলোড ও আপলোড করতে পারবেন। আপলোডের সীমা ফ্রী ব্যবহারকারী'র জন্যে ১০০ মেগাবাইট পর্যন্ত। যাই হোক ভূমিকা দেয়ার দরকার নেই, মিডিয়াফায়ার কি জিনিস সবাই চিনে।
অতিতে Mediafire থেকে Resume সুবিধা সহ ডাউনলোড করা যেত। সম্প্রতি(বহু মাস আগের কথা) মিডিয়াফায়ার সাইটের নতুন ভার্সন ছাড়া থেকে রিজিউম সুবিধা পাওয়া যাচ্ছে না। যদিও অস্ট্রেলিয়া, আমেরিকা, সৌডি এরাব দেশের কিছু লোকের সাথে যোগাযোগ করে জানা গেছে তারা আগের মতই রিজিউম সুবিধা পাচ্ছে।
যদি কারো এরকম অসুবিধা থেকে থাকে নিচের পদ্ধতিতে মিডিয়াফায়ারতো বটেই সাথে Youtube, File Serve জাতীয় সাইট থেকেও রিজিউম সুবিধাসহ ফাইল ডাউনলোড করতে পারবেন।
কাজটি দুইভাবে করা সম্ভব। এখন আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে কিভাবে করতে হবে তা দেখাব।
স্ক্রীণ শট এই পোস্টে দেব না। কারণ আমার ব্লগ এখনো ততটা চালু নেই। চালু হলেই পোস্টের কোয়ালিটি বৃদ্ধি পাবে।
ধরুন মিডিয়াফায়ার থেকে একটি ফাইল নামাচ্ছেন আইডিএম(Internet Download Manager) এর সাহায্যে। একদম শেষের পর্যায়ে গিয়ে রীতিমত কারেন্ট চলে গেল। কারেন্ট আসার পর যখন রিজিউম করার চেষ্টা করলেন তখন একটি ইরর মেসেজ দেখাল যে - আপনার ডাউনলোড লিংকটি এক্সপায়ার্ড হয়ে গেছে, নতুন লিংক এর জন্যে আবার সেই সাইটে যান।
সেই সাইটে গিয়েও দেখা যায় আর রিজিউম করা যাচ্ছে না। Click here to download বাটন চিপালেও আবার ঘুরে ফিরে সেই আগের পেইজটাই রিলোড হচ্ছে।
তাই আসুন শিখি কিভাবে রিজিউম করা যায়ঃ
১. মিডিয়াফায়ার লিংকটি ডাউনলোড দিয়ে কারেন্ট যাওয়ার জন্যে অপেক্ষা করুন।
২. কারেন্ট আসার পর ব্রাউজারে ঢুকুন। ফায়ারফক্স যদি আপনার ব্রাউজার হয় তবে - Tools > Options > Privacy > Remove Individual Cookies -এ ক্লিক করুন।
৩. ডায়লগ বাক্সোটির উপরের সার্চ বক্সে লিখুন Mediafire.com
৪. যতগুলো কুকি সার্চ রেজাল্টে আসবে সেগুলো রিমুভ করায়ে দিন।
৫. এখন আগের অর্ধেক ডাউনলোড হয়ে যাওয়া ফাইলটিতে রাইট বাটন চিপায়ে Refresh link এ ক্লিক করেন।
৬. সাথে সাথে আপনি মিডিয়াফায়ারের পেইজে রিডাইরেক্টেড হবেন।
৭. এবার Click here for download বাটনে চিপকান।
৮. লেখা উঠবে - আপনার লিংকটি আপডেট হয়েছে।
৯. এবার আইডিএম-এ গিয়ে রাইট বাটন চিপে রিজিউম করুন।
১০. যেখানে কারেন্ট গিয়ে ডাউনলোড ইন্টেরাপ্টেড হয়েছিল সেখান থেকেই আবার ডাউনলোড শুরু হবে।

অত্যন্ত খুশির কথা হল, ধরেন আমি একটা ফাইল বিভিন্ন সার্ভারে আপলোড করলাম। Chaira gelam matir prithibi - Obscure.mp3 - এই ফাইলটা একই সাথে মিডিয়াফায়ার, ড়াফিদষেয়ার, হটফাইল, নট ফাইল এসব সার্ভারে আপলোড করলাম। আপনি মিডিয়াফায়ার থেকে ফাইলটি ডাউনলোড করছিলেন। ডাউনলোড ইন্টারাপ্টেড হবার পর ভাবলেন বাকী অর্ধেক মিডিয়াফায়ার থেকে না করে হট ফাইল থেকে করবেন। তাহলে আইডিএমের লিংক রিফ্রেশার ফিচারটি ব্যবহার করতে পারেন। নতুন লিঙ্ক হিসাবে হটফাইলের লিংক যুক্ত করেন।

BB5 হ্যান্ডসেট ফ্ল্যাশ করুন সহজে - আলাদা কোনো হার্ডওয়্যার ছাড়াই

ফ্ল্যাশ হচ্ছে মোবাইলের OS পুনঃস্থাপন করা। মোবাইলে কোনো অনাকঙ্খিত ত্রুটি দেখা দিলে ফ্ল্যাশ দিয়ে তা সমাধান করা সম্ভব। আবার মাঝে মাঝে আপডেটেড OS রিলিজ হলে, নতুন সুবিধা পাওয়ার জন্যেও ফ্ল্যাশ দেয়া হয়।
আমাদের টুকরি সার্ভিস সেন্টারগুলোতে JAF দিয়ে খুব আয়োজন করে ফ্ল্যাশ দিতে দেখা যায়। তারা ফ্ল্যাশ দেয়ার জন্য একটা বক্স ব্যবহার করে। আরেকটা পেন-ড্রাইভ সদৃশ পি-কী নামের এক বস্তু ব্যবহার করেন। এই টিউটোরিয়ালে এসব কিছুই লাগবে না। লাগবে শুধু আপনার ফোন, ইউএসবি ক্যাবল আর পিসিতে কয়েকটা সফটওয়্যার।
প্রথম ধাপঃ
প্রথমে ডাউনলোড করে নেন নেভি ফার্ম ০.৩। এর কাজ হচ্ছে নকিয়া'র সাইট হতে আপডেট ফাইলগুলো ডাউনলোড করা।  - ডাউনলোড লিংক
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/452010-09-30_012133.jpg
নেভিফার্ম ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নকিয়া'র উৎপাদিত সব মোবাইলের লিস্ট দেখাবে। ধরুন নকিয়া ৫৮০০ কে ফ্ল্যাশ দিবেন। তাহলে লিস্ট থেকে নোকিয়া ৫৮০০ সিলেক্ট করেন। পরবর্তী কলাম থেকে সর্বশেষ সফটওয়্যার ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলাম থেকে আপনার দেশের ভাষা অনুযায়ী ফার্মওয়্যার সিলেক্ট করুন। আপনার ভাষা যদি উল্লেখিত না থাকে তাহলে EURO ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলামে ৫/৬টা(বেশি-কম হতে পারে) ফার্মওয়্যার ফাইল দেখাবে। ওগুলো সিলেক্ট করে Internet Download manager এর সাহায্যে একটা একটা সবগুলো ডাউনলোড করুন। Download with program দিলে সারাদিনেও একটা ফাইল ডাউনলোড হবেনা। ডাউনলোড করা ফাইলগুলো একটি ফোল্ডারে জমা রাখুন।
দ্বীতিয় ধাপঃ
আপনার bb5 হ্যান্ডসেটটি সাধারণ ইউএসবি ক্যাবলের সাহায্যে পিসি স্যুইট মুডে পিসি'র সাথে সংযুক্ত করুন। এরপর মোবাইল অফ করে দিন।
BB5 হ্যান্ডসেট সমূহের তালিকা নিচেঃ
2700 Classic.  2730 Classic , 3109c, 3110c, 3120c
3250, 3500c, 3600s, 3610 Fold,  3710 Fold, 3720 Classic
5130 XpressM
5200 / 5200b
5220 XpressM
5230 XpressM
5330
5300 / 5300b
5310 / 5310b
5320
5500
5530 XpressM
5610
5630 XpressM
5700
5730 XpressM
5800 XM
5800 Navigation
6085 / 6086
6110n
6120c
6121c
6124c
6125
6126 / 6133b
6131 / 6133
6131 (NFC)
6132
6151
6208 Classic
6210n
6212c
    6220
    6233
    6260 Slide
    6263
    6267
    6270
    6280 / 6288 
    6282
    6290
    6300 
    6300i
    6301
    6303 Classic
6500 Classic
    6500 Slide
    6555
    6600 Fold
    6600 Slide
    6630
6650 Fold
    6680
    6681
    6682
    6700 Classic
    6700 Slide
6710 Navigator
    6720 Classic
    6730 Classic
    6760 Slide
    6790 Surge
    7210c
7230
    7310c
    7370
    7373
    7390
    7500
7510c
    7610c
    7900
    8600
    8800 arte
    E50 -1/-2
E51 -1/-2
    E52
    E55
    E60 -1
    E61 -1/-i
    E62 -1
E63 E65 -1  E66  E70 -1/-2E71 E72 E75 E90-1 
N70 -1/-5 N71 -1/-5 N72 -5  
N73 -1/-5 N75 N76 -1/-5 N77 -1 N78 N79 N80 -1/-3 N81 -1/-3  
N82 -1 N85 N86 8MP N90 -1 N91 -1/-5 N92 -1 N93 -1/-5 
N93i -1/-5  N95 N95 8GB   N96 N97  N97 Mini X3 X6 

তৃতীয় ধাপঃ
আপনার মোবাইলের ব্যাটারি উল্টিয়ে দেখেন মোবাইলের গায়ে (যে স্টিকারে মেড ইন হাঙুরী, পিনল্যান্ট, চাইনা, নুকিয়া লেখা থাকে) সেখানে RM-356 টাইপের অথবা এরকম কোনো লেখা আছে কিনা। যেটাই থাকবে সে নামে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products এখানে একটা ফোল্ডার করে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফাইলগুলো পেস্ট করে দিন।
চতুর্থ ধাপঃ
এখান থেকে JAF এবং  P-Key Emulator v3 ডাউনলোড করে নিন। পি-কী ইমুলেটরের v5-ও আছে কিন্তু ওগুলো সমস্যা করে। ভার্সন থ্রি'টাই বেটার হবে। JAF + P-Key v3 ডাউনলোড লিংক।
প্রথমে রার ফাইলের সব জিনিস একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিন। JAF ইন্সটল করে নিন।  ইন্সটলেশানের মাঝখানে নকিয়া ক্যাবল ড্রাইভাও আপডেট হবে। ইন্সটলের পরে P-Key সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।
[Special Note for Seven & Vista: যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে p-key সফটওয়্যারে রাইট বাটন চেপে > Properties> Compatibility তে যান।  এখানে Run this program in compatibility mode for: বক্সে টিক চিহ্ন দিন। এরপর পপ-ডাউন থেকে Windows XP (Service Pack 3) সিলেক্ট করেন। এরপর আরেকটু নিচে Run this program as an administrator-এও টিক চিহ্ন দিন। এরপর ওকে দিলে উইন্ডোজ সেভেনেও বিনা বাগে ব্যবহার করতে পারবেন। ভিস্তা ব্যবহারকারীরা সমস্যায় পড়লেও এই পদ্ধতির ভেতরে যেতে পারেন।]
P-Key v3 খুললে নিচের ইন্টারফেস দেখা যাবে-
http://photos-542.friendster.com/e1/photos/24/58/6438542/1_324296577l.jpg
সেখানে GO বাটনে চাপ দিন। দেখবেন কিছুক্ষণ পরেই JAF সফটওয়্যারটি ওপেন হয়েছে, সাথে একটি ইরর মেসেজ আসবে- Error: No box driver found. চিন্তামুক্ত থাকেন। OK চাপ দিয়ে দিন। এরপর জাফের উপরের দিকে BB5 ট্যাবে ক্লিক করেন। নিচের ছবির মত করে টিক চিহ্ন ব্যবহার করুন। Use ini বক্সে সবার শেষে টিক চিহ্ন দিন-
http://i56.tinypic.com/rwhysp.jpg
Use INI তে টিক দেয়ার পর নকিয়া উৎপাদিত সব হ্যান্ডসেটের লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনার BB5 হ্যান্ডসেটটি সিলেক্ট করেন। মোবাইল ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত অবস্থায় অফ রাখুন। এরপর ফ্ল্যাশ বাটনে চাপুন। একটা ওয়ার্নিং দেখাবে, সেটাতে Yes চাপুন। যখন বলবে মোবাইলের পাওয়ার বাটনে হাল্কা ২/৩ সেকেন্ড চেপে ধরতে হবে। যখন found লেখা উঠবে তখন বাটন ছেড়ে দিতে হবে। বাকী কাজ নিজে নিজেই হয়ে যাবে। ৫ মিনিট বা তারো কম সময়ে ফ্ল্যাশ শেষ হবে।
আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন তবেই কাজটি করেন। ফ্লাশের সময় সেট যদি ব্রিকড হয়ে পড়ে অথবা কারেন্ট যদি চলে যায় তাহলে পুনরায় ফ্ল্যাশ শুরু করুণ, এটা কোনো সমস্যা না। আবারো বলছি, Be confident then do it!
স্পেশাল নোট এক্সপি ব্যবহারকারীদের জন্যঃ যেসব এক্সপি ইউজারেরা নেভিফার্ম চালু করতে পারছেন না এবং চালু করার সাথে সাথে নিচের স্ক্রীণশটের মত ইরর মেসেজ পাচ্ছেন-
http://prochesta.co.cc/images/images/jafbox.jpg
তারা এই লিংকে গিয়ে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক ৪.০ সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটলান। নেভিফার্ম সমস্যা ছাড়াই রান হবে।

হার্ডডিস্কের হারিয়ে যাওয়া পার্টিশান পুনরুদ্ধার করুন

http://www.easeus.com/images/banner-epr.jpg
EASEus পার্টিশান রিকভারি হচ্ছে একটি ফ্রী এবং সহজতর ব্যবহারযোগ্য সফটওয়্যার যার সাহায্যে-

  • মুছে যাওয়া বা হারিয়ে যাওয়া হার্ডডিস্ক পার্টিশান পুনরুদ্ধার করতে পারবেন।



  • হোম এবং কমার্শিয়াল উভয় পর্যায়ের ব্যবহারকারীদের জন্যে এটি উন্মুক্ত।



  • ধাপে ধাপে সহজতর উপায়ে রিকভার করার সুবিধা। অন্য ফ্রী রিকভারী সফটওয়্যারগুলোর বেশির ভাগেই DOS কমান্ডের সাহায্যে রিকভার করতে হয়, যা অত্যন্ত ঝামেলার বিষয়।



  • তুলনামুলক ভাবে অন্য সফটওয়্যার থেকে দ্রুত হারিয়ে যাওয়া ফাইল রিকভার করুন।



  • পার্টিশানের ধরন FAT, NTFS, Ext2/Ext3 এগুলো সাপোর্ট করে।  লিনাক্স বেইজড ওএস গুলো সেটাপ করতে গিয়ে বিয়াকুফি করে পার্টিশান হারিয়ে ফেললে এটি সেই হারিয়ে যাওয়া পার্টিশান ফিরিয়ে দিতে পারে আগের মতই।



  • এটির সাহায্যে WinPE বুটেবল সিডি/ইউএসবি ডিস্কের সাহায্যে ডিস্ক রিকভার করতে পারেন।



  • রিসাইকেল বিন থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল আনডিলিট করুন।



  • করাপ্টেড ড্রাইভ থেকে ফাইল রিকভার করুন (যতটুকু রিকভার করা সম্ভব)।


  • এরকম অনেক ফিচার নিয়ে এই সফটওয়্যারটি পাওয়া যাবে নিচের লিংকে-
    http://www.easeus.com/images/download-bt.gif

    Saturday, October 30, 2010

    আপনার শ্রবনশক্তি চেক করে নিন

    মানুষ স্বাভাবিকভাবে ৮ কিলোহার্জ থেকে ২২ কিলোহার্জের শব্দ শুনতে পায়। কিন্তু নানা রকম নয়েজ যেমন- হেডফোনে গান শোনা, অতিরিক্ত আওয়াজ করা ফ্যাক্টরিতে কাজ করলে শ্রবন শক্তি কম বেশি হতে পারে। ২৫ বছরের উপরের বয়সের মানুষদের ১৫ কিলোহার্জের উপরের শব্দ শুনতে না পাওয়া কমন ব্যাপার।
    মিউজিশিয়ানদের জন্য শ্রবন শক্তি কমে যাওয়ার ঝুঁকি অধিক।

    যাই হোক, নিচে নানান  কিলোহার্জের সাউন্ড দেয়া হয়েছে। আপনি প্লে বাটন চাপলে বাফারিং শুরু হবে (হাই স্পীড ইন্টারনেট হলে ভিন্ন কথা)। বাফারিং এর পর একটি সাউন্ড শোনা যাবে। নিজেকে পরীক্ষা করে দেখুন কত কিলোহার্জ পর্যন্ত শব্দ শুনতে পান।

    8 kHz

    10 kHz

    12 kHz

    14 kHz

    15 kHz

    16 kHz

    17 kHz

    18 kHz

    19 kHz

    20 kHz

    21 kHz

    22 kHz


    আমি মাঝে মাঝে হেডফোনে গান শুনি। আমার কান মাশাল্লাহ ভালো আছে। আমার বয়স ১৯ এবং আমার হিয়ারিং ফ্রিকোয়েন্সি ১৯ কিলোহার্জ পর্যন্ত।

    Tuesday, October 26, 2010

    ছাইড়া গেলাম মাটির পৃথিবী - রাজীবের পোন্দে পাঁচ কেজি চর্বি - EXPLiCiT বাংলা গান

    চলে গেছ তাতে কি গানটি ব্যাপক এডাল্ট গান হলেও ছেলে বাচ্চাদের মুখেও এই গান হরদম শোনা যায়। সেরকমই আরেকটি গান পেলাম। এটা কিন্তু আগেরটার চেয়েও বহু গুন এডাল্ট হয়েছে আমার মতে। সাম্প্রতিক রাজীব প্রভাকে নিয়ে হয়ে যাওয়া কেলেঙ্কারী ঘটনায় এই গানের গায়ক রাজীবের কর্মকান্ডের বিপক্ষে ছিলেন। তাই রাজীবকে নিয়ে তিনি নানা ধরণের আউল ফাউল কথা বলেছেন।

     http://omsnewsbd.com/wp-content/uploads/2010/08/Rajib-prova-copy-300x254.jpg
    গানটি বিলি বিতরণ করে গানটির প্রসার বৃদ্ধি করুন। তবে পিচ্চিদের হাতে দিয়েন না। তারা রাজীব প্রভার ব্যাপার নাও বুঝতে পারে আর বুঝে ফেললেতো আরো সমস্যা।


    নিচে গানটার মিডিয়াফায়ার লিংক দিলাম-
    ডাউনলোড
    পাসওয়ার্ড দিবেন- acidoxide

    আর অরিজিন্যাল অবসিকিউর-এর গানটা পাবেন এখানে- ডাউনলোড

    Monday, October 25, 2010

    বেনসন ও আমাদের সরকারের নীতি

    দেশে ধূমপানকারীদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে সরকার সিগারেটের উপর কর বৃদ্ধি করেছে। এই দারুন একটি পদক্ষেপের জন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু শুধুমাত্র ১ টাকা কর বৃদ্ধি করেই কি ধূমপায়ীদের সংখ্যা কমানো সম্ভব? আমারতো মনে হয় সম্ভব না। শুধু অকারণে গরীবে-ধুমপায়ীদের গালাগাল শুনতে হয়েছে সরকারকে। কিন্তু যারা সিগারেট টানার তারা টানছেই।
    আমি গত সপ্তাহে কয়েক প্যাকেট মালেশিয়ান বেনসন ব্রান্ডের সিগারেট চুরি করি। আসলে চুরি করা বলতে চুরি করা নয়, এক নয়া মালেশিয়া ফেরত চাচা থেকে নিয়ে নিয়েছি তার অজান্তে। সিগারেট এমন একজিনিস যেটা চুরি করলে গুনাহ হবার কথা না, উলটা সাওয়াব পাওয়া যায়।
    সিগারেট সম্পর্কে আমার মতবাদ ছিল ভিন্ন ধরণের। কেউ যদি জিজ্ঞাস বলে, এত সিগারেট খেলেতো অকালে মারা যাব। আমার বলতাম, সিগারেট না খেলে যে অকালে মরবনা তার কোনো গুয়ারেন্টি আছে নি?
    যাই হোক, পরে যখন চুরি করা সিগারেটের প্যাকেটের গায়ে খেয়াল করলাম তখন বুক ধড়াক করে উঠল। সিগারেটের গায়ে এক নেক ক্যান্সার রুগীর গলার ছবি দেয়া আছে। কি যে বিভৎস ব্যাপার বলে বুঝানো সম্ভব না। তাই নিচে ছবি দিলাম। যদিও এটা আমার তোলা ছবি নয়। আমার প্যাকেটটা এক গাধার বাচ্চা ছিড়ে ফেলেছে। নেট থেকে সার্চ করে নিচের ছবিটি পেলাম।


    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBffehxpOy63HQ09d0aPo03zsE_PADTqIYxtnwZU3RTzvmsgnKkAVREEJC6NhmrwdFaw2Ir4_4Ncc9ZAJMwLeXrzJ2gwJy4_bAwOVEoQKUGPMKAox1nLD53hMt-0mK3SUnp-jZKqkWaAWB/s1600/cigarette+warning+labels.jpg 

     
    এখানে ছয়টি সিগারেটের প্যাকেটের মধ্যে সর্বশেষটিতে যেই ছবি আছে সেটাই আমার বেন্সনের প্যাকেটে ছিল।

    ১ টাকার কারণে কেউ সিগারেট কমাবেনা। তবে সিগারেটের গায়ে যদি এরকম কোনো অকর্ষণীয় ছবির ব্যাবস্থা করার জন্য সরকার আদেশ জারী করতেন তাহলে ধূমপায়ীরা ভয় হলেও পেত।

    Saturday, October 16, 2010

    ওয়ারিদ ইন্টারনেট ১ জিবি=৩০ টাকা

    ওয়ারিদের ইন্টারনেটের অফারটির কথা শুনে খুব আনন্দ পেয়েছিলাম।
                 এর শর্ত গুলু ছিলঃ
                      ১জিবি এর জন্য ৩০টাকা দিতে হবে।(ভ্যাট সহ ৩৫টাকা)
                      ১ সপ্তাহ মেয়াদ।
                      সপ্তাহে দুই দিন।(শনি ও শুক্র)
                      ১০২৪ এমবি শেষ করতে না পারলে বাকী ব্যান্ডউইথ বাতিল বলে গণ্য হবে।
                  চালু করার সিস্টেমঃ
                      P10 লিখে 5000 নাম্বারে সেন্ড করতে হবে।
                  ব্রাউজ করাঃ
                      warid menu >> my stuff >> multimedia settings >> reset setting >> ok
                      এরপর configuration গুলি save করতে হবে।
                  ফলাফলঃ
                      speed 1kbps.
                      শুধু মাত্র ছবি ডাউনলোড করা যাবে।
                      বলতে গেলে কোন সাইটে প্রবেশ করা যাবে না।
                       =
               " তাই আমি চাই না আর কেউ আমার মত বিপদে পড়ুক। তারা দাদার আমলের জিপিআরএস ট্যাকনোলজি             দিয়ে সার্ভিস দিয়ে থাকে। দাদার আমলের টেকনোলজি দাদাদের জন্যেই ছেড়ে দেয়া উচিত। আসুন আমরা             বাংলালায়ুন ব্যবহার করি।  "

    Friday, October 8, 2010

    অদ্ভূতুরে ভূতের গল্প - তিনটি ভুতের গল্প

    এটি আমার লেখা দ্বীতিয় বহি। ইহার অভ্যন্তরে রহিয়াছে তিনটি গল্প। তিনটি গল্পই কুষংস্কারে পরিপূর্ণ। বিয়াকুব মানুষদের কিভাবে ভূত পিরেশান করে তার বর্ণনা আছে গল্প গুলোতে। তিনটি গল্পেই ভূতকে প্রাধান্য দেয়া হয়েছে যেন আসলেই ভূত বলে পৃথিবীতে কিছু আছে। প্রথম গল্পটিতে অবশ্য কিছু সত্যি ঘটনার সংমিশ্রনে অনেক মিথ্যা কথ লিখা হয়েছে। গল্প মানিয়ই বানিয়ে ইনিয়ে মিথ্যা বলা।  এসব মিথ্যা কথা বললে গুনাহ হয় না।
    গল্প তিনটিতে আছে ভূত থেকে মানুষকে রক্সা করার জন্য তিন সুপারহিরো হুজুর। হাফিজ হুজুর আর কালা হুজুর উল্লেখযোগ্য আছে। কালা হুজুর সবচে' ভয়ানক। জ্বিনদের তিনি হ্যাস্তন্যাস্ত করেন। তিনি নিজেও একজন জ্বিন(কাউকে বলবেন না প্লিজ)।
    গল্প তিনটি পড়ে আশা করি হিউজ মজা পাবেন।

    কিয়ামত সম্পর্কে একটি পুস্ট

    কেয়ামতের নানান ধরণের নিদর্শন নাকি দেখা যাচ্ছে। আরেক আলেমে আউলা গায়েবে ফকিরতো দজ্জাল এসে গেছে বলে নানা রকমের ডিজাইন করে টোকেন বিলি করতেছেন মানুষদের মাঝে। তার মতে দজ্জাল নাকি কোনো মানুষ নয় বরং দজ্জাল হইলো এই ইংরেজী সভ্যতা। কিন্তু আমি বুঝলাম না, ইংরেজী সভ্যতার চোখ কানা হইবে কিভাবে?
    যাহাই হোক, আমারতো সন্দেহ হয় -লেখক সাহেব নিজেই দজ্জাল। তিনি অত্যাধুনিক মানুষকে নানাভাবে বিচলিত করার ফন্দী করতেছেন। আসেন মুমিন ভাই-বেরাদার গণ সেই লেখককেই আমরা দি ইন্ড করে দি। ফাইযলামী করে ভাল কথা কিন্তু মহান আল্লাহ এবং তার বর্ণিত আপকামিনহ ঘটনা সমূহ নিয়ে বিয়াদ্দপি মূলক টোকেন বানিয়ে প্রচার করাতো কাফেরীর শামিল। আসেন কাফের ভাইটাকে বুঝাই যে উনার মাথায় ডিফেক্ট আছে। আর যদি ওনার মাথার রোগের কথা তিনি মানতে না চান তাহলে আসুন ওনাকে জোড় পূর্বক মানাই। আল্লাহপাক বলেছেন, তাদের দেখিবা মাত্র কোতল কর যদি তারা সোজা পথে না আসে।
    নমুনা ছবি দিলামঃ-


    লেখক সাহেবের মতে, কিয়ামত নজদিক আসতেছে আর উনি নতুন ধরণের বাংলা বানানরীতির প্রচলন কোরতে চাচ্ছেন।  বানান রীতিটা এরকোম যে, বাংলা ভার্ব (যেমন- করবে, ধরবে, পড়বে ইত্যাদি), কিন্তু উনি চান এগুলোর নাকি পোরিবোর্তোন হোয়া উচিত। পরিবর্তন হয়ে ভার্বগুলো হবে এরকম- কোরবে, ধোরবে, পোড়বে ইত্যাদি। উনি বড়ই বলদ -ইহা ছাড়া কিছুই বলিবার নাই!
    লেখক সাহেব হঠাৎ করে কেয়ামত নিয়ে এত উৎসাহিত হয়ে যাবার কারণ বুঝিনা।  বৈজ্ঞানিক ভাবেও দেখা যায় কিয়ামত সন্নিকট আছে। ২০১২ সালের ২১ শে ডিসেম্বর নাকি কিয়ামত না হইলেও এই পৃথিবী এক মহা মসিবতের মধ্য দিয়া যাইবে। মায়া সভ্যতার ক্যালেন্ডারও নাকি এই দিনেই শেষ।
    এই সম্পর্কে কিছু লিংক দিচ্ছি। প্রথমে উইকিপেডিয়া'র একটা পেইজ এখানে মায়া সভ্যতার ইতি মানে সম্পূর্ণ পৃথিবীর ইতি বলা হয়েছে। লিংক
    NASA 'র ওয়েবসাইটেও দেখা যায় একই ঘটনা। তারাও নাকি এই দিনটা নিয়ে আতঙ্কে আছে।  লিংক

    যাই হোক, ২০১২ সালে কিয়ামত হোক আর ২০০১২ সালেই হোক, আল্লাহপাক আমাদের যেই কারণে দুনিয়াতে প্রেরণ করিয়াছেন তা যেন আমরা ঠিকঠাকমত পালন করি। কিয়ামতের ভয়ে যদি নামাজ-কলেমা শুরু করি লাভ হবেনা, নিজ দায়িত্বেই শুরু করুন ইসলামিক জীবন কায়দা।

    প্রথম অন্ধকার - (একটি রহস্য উপন্যাস )

    উপন্যাস বলছি যে মনে হয় ভূল হচ্ছে। এটা মনে হয় বড় গল্প টাইপের কিছু। গল্প হোক আর যাই হোক, পড়ে মজা পেলেই হয়। এত নিয়ম কানুনের ধার ধেরে বসে থাকা উচিত না। 
    যাই হোক, গল্পটা একটা গ্রামের মেয়েকে নিয়ে। তাদের বাড়ির আশেপাশে পিত্তিন্নির জ্বালাতন হয়। সব গল্পের মত এটাতেও শেষ পর্যন্ত কোনো পিত্তিন্নি থাকেনা। ভূতের গল্পের থিমটাই এখন একই রকমের হয়ে গেছে।
    আজকালকার ভূতের গল্পে দেখা যায় -গল্পকার গল্পের শুরু থেকে একটা মানুষের সাথে স্বাভাবিক চলাফেরা করেছে কিন্তু  গল্পের শেষে দেখা যায় যার সাথে চলাফেরা হয়েছে সে ভূত। তখন বড় বাকোয়াজ লাগে। এই গল্পটাতে সাধারণ এসব একঘেয়ে মিলগুলো খুঁজে পাবেন না।
    অনেক গুলো রহস্য কিভাবে ভেদ হয় তা-ই এই গল্পে আছে। অনেককিছু সাধারন গল্পগুলোর সাথে মিলে গেলেও  যথাসাধ্য আলাদা করার চেষ্টা করেছি।

    Thursday, October 7, 2010

    মুরগী ব্যবসায়ীরা হয়েছে গরু বিশারদ


    দেশের গরুদের এ্যানথ্রাক্স রোগ হয়েছে ভারতীয় বলদদের কাছ থেকে। হিন্দী বলদেরা নানা রকম হাউকাউ করে নিজেদের মধ্যে এই রোগের বিস্তার ঘটিয়েছে। এরপর গরু ব্যাপারীদের হাত ধরে তারা বাংলাদেশে এসে তাদের দেহের এ্যানথ্রাক্সের জীবানু দেশী গরুদের ভেতরেও ঢুকিয়েছে।
    ভারতে'র বিক্ষ্যাত গরম নায়িকা যে কিনা সারাক্ষণ হাটুর উপরে কাপড় পরে থাকে -সভিতা চন্ডেলখার, তাকেও রক্ষা করেনি ভগমান। তারেও ধরেছে এ্যানথ্রাক্সের জীবানুতে। তাকে এ্যামেরিকা পশু হাসপাতালে চিকিৎসার কারণে পাঠানো হয়েছে। সেখানে তিনি আক্রান্ত পশুদের সাথে এ্যানথ্রাক্সের ট্রিটমেন্ট নিচ্ছেন। তিনি আপাততঃ তার বয়ফ্রেন্ড হতে বিচ্ছিন্ন আছেন।
    আগামীতে আসছে কুরবানীর ঈদ। দীর্ঘ এক মাস ত্যাগের পর আসে ফিতরার ঈদ। এরপর দীর্ঘ দুইমাস নাচলে-গাইলেই চামড়ার ঈদ চলে আসে। এর জন্য কোনো প্রকারের ত্যাগের প্রয়োজন হয়না। তবে এই সময়টাতে মুরগী ব্যবসায়ীগন ব্যাপক লসের মধ্যে দিন গুজরান করেন। কুরবানীর পরে দুই-তিন সপ্তাহ তাদের কাজ-কারবার বন্ধ রাখতে হয়। কুরবানীর ঈদের এখনো দেরী আছে। কিন্তু গরুর এ্যানথ্রাক্স হওয়ার কারণে এখন মুরগ ব্যবসায়ীরা কুরবানীতেও তাদের ব্যবসা জারী রাখার মত একটা সম্ভাবনা হাতে পেয়েছে। সেই সম্ভাবনায় আরো একটু কেরোসিন ঢালার জন্য তারা গরু সম্পর্কে আরো অপপ্রচার আরম্ভ করেছে। তারা বলে গরুর এই এ্যানথ্রাক্স রোগ নাকি গরু মরা ব্যতিত শরীরে থেকে যায়না। তাই তারা তাদের মুরগীকেই আসন্ন কুরবানীতে ব্যবহার করার কথা উত্থাপন করেছেন।
    সরকার কিছুদিন আগে ঘটা করে গরু ধরে ধরে তাদের ইঞ্জেকশান ফুটিয়েছেন। এরপর সরকার হাসিমুখে জাতিকে বলেছে তারা সব গরুদের ধরে ধরে ইঞ্জেকশান দিয়েছে। কিন্তু এর মাঝে মুরগী ব্যবসায়ীদের নতুন ফতোয়া সরকারকে ব্যাপক বিরক্তি করেছে।
    উপরোক্ত কারণে র‍্যাব দেশের নানা স্তরের মুরগী ব্যবসায়ীদের ধরে ধরে প্রহার করেছেন। কিন্তু এরপরেও জনতা সরকারের কথা বুঝতে রাজী নয়।
    সরকার জাতীকে বুঝাতে নানা প্রক্রিয়া গ্রহন করেছে।
    -আরব দেশে যারা হাজ্ব করতে হবে তারা ফেরার সময় দেশে দুম্বা নিয়ে আসবেন।
    -সরকারের অন্য একটি বড় পদক্ষেপ হল, দেশের জনগণকে সৌদি আরব নিয়ে কুরবানী'র ঈদ করিয়ে আনবেন। এতে করে আর এ্যানথ্রাক্সের ঝুঁকি থাকছেনা।
    সরকারের এসব প্রক্রিয়ার সফলতার উপর নির্ভর করবে এবারের কুরবানের ঈদ। সরকার যদি এসব পদক্ষেপ  গ্রহনে ব্যার্থ হয়, তাহলে দেশের জনগণ আগামী কুরবানীতে গরু খাওয়া হতে বঞ্চিত হবে। আর যদি ধর্মীয় ভাব গাম্ভীর্য রক্ষা করতে গিয়ে গরু খেয়েও ফেলে সে হবে এ্যানথ্রাক্সের শিকার। বাকীটা সরকারের হাতে।