Wednesday, December 1, 2010

উইন্ডোজ সেভেনের লগিন স্ক্রীণ চেঞ্জ করুন - ডেক্সটপ কনটেক্সট

http://danielnetsoftware.com/images/mainTitle.png
উইন্ডোজ সেভেনে যদিও বুট এ্যানিমেশান পাল্টানোর জন্যে এখনো সেরকম কোনো সফটওয়্যার বের হয়নি তবে লগিন স্ক্রীণ পাল্টানোর জন্যে হাজার ধরণের সফটওয়্যার বের হয়ে গেছে।
এখন বলব ছোট একটি টুলের কথা যার সাহায্যে অতি সহজে উইন্ডোজ সেভেনের লগিন স্ক্রীণ পালটানো যাবে। এর বিশেষত্ব হচ্ছে এটি ইন্সটলের পর একে দেখে কোনো থার্ড পার্টি সফটওয়্যার বলে মনে হবে না।  ডেক্সটপে রাইট বাটনে চিপলে কনটেক্সট মেনুতেই দেখা যাবে লগ-অন স্ক্রীণ চেঞ্জ করার জন্যে মেনুটিকে।
http://danielnetsoftware.com/images/quickacess.png
প্রোগ্রামে ঢুকার পর আপনার আকাঙ্খিত ছবিটি সিলেক্ট করুন। ছবির রেজুল্যাশান যদি আপনার স্ক্রীণের সাথে খাপ না খায় তাহলেও সমস্যা নেই। এটি ছবিটিকে আপনার স্ক্রীণের রেজুল্যাশান অনুযায়ী কনভার্ট করে নিবে।
এরকম অনেক সফট ব্যবহার করেছি। ব্যক্তিগতভাবে অন্যান্য সফটওয়্যার থেকে এটাকে কোয়ালিটির জিনিস মনে হয়েছে।
ডাউনলোড করুন-
http://danielnetsoftware.com/images/down_hover.png

0 টি মন্তব্য:

Post a Comment