Thursday, November 4, 2010

হার্ডডিস্কের হারিয়ে যাওয়া পার্টিশান পুনরুদ্ধার করুন

http://www.easeus.com/images/banner-epr.jpg
EASEus পার্টিশান রিকভারি হচ্ছে একটি ফ্রী এবং সহজতর ব্যবহারযোগ্য সফটওয়্যার যার সাহায্যে-

  • মুছে যাওয়া বা হারিয়ে যাওয়া হার্ডডিস্ক পার্টিশান পুনরুদ্ধার করতে পারবেন।



  • হোম এবং কমার্শিয়াল উভয় পর্যায়ের ব্যবহারকারীদের জন্যে এটি উন্মুক্ত।



  • ধাপে ধাপে সহজতর উপায়ে রিকভার করার সুবিধা। অন্য ফ্রী রিকভারী সফটওয়্যারগুলোর বেশির ভাগেই DOS কমান্ডের সাহায্যে রিকভার করতে হয়, যা অত্যন্ত ঝামেলার বিষয়।



  • তুলনামুলক ভাবে অন্য সফটওয়্যার থেকে দ্রুত হারিয়ে যাওয়া ফাইল রিকভার করুন।



  • পার্টিশানের ধরন FAT, NTFS, Ext2/Ext3 এগুলো সাপোর্ট করে।  লিনাক্স বেইজড ওএস গুলো সেটাপ করতে গিয়ে বিয়াকুফি করে পার্টিশান হারিয়ে ফেললে এটি সেই হারিয়ে যাওয়া পার্টিশান ফিরিয়ে দিতে পারে আগের মতই।



  • এটির সাহায্যে WinPE বুটেবল সিডি/ইউএসবি ডিস্কের সাহায্যে ডিস্ক রিকভার করতে পারেন।



  • রিসাইকেল বিন থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল আনডিলিট করুন।



  • করাপ্টেড ড্রাইভ থেকে ফাইল রিকভার করুন (যতটুকু রিকভার করা সম্ভব)।


  • এরকম অনেক ফিচার নিয়ে এই সফটওয়্যারটি পাওয়া যাবে নিচের লিংকে-
    http://www.easeus.com/images/download-bt.gif

    0 টি মন্তব্য:

    Post a Comment