
EASEus পার্টিশান রিকভারি হচ্ছে একটি ফ্রী এবং সহজতর ব্যবহারযোগ্য সফটওয়্যার যার সাহায্যে-
মুছে যাওয়া বা হারিয়ে যাওয়া হার্ডডিস্ক পার্টিশান পুনরুদ্ধার করতে পারবেন।
হোম এবং কমার্শিয়াল উভয় পর্যায়ের ব্যবহারকারীদের জন্যে এটি উন্মুক্ত।
ধাপে ধাপে সহজতর উপায়ে রিকভার করার সুবিধা। অন্য ফ্রী রিকভারী সফটওয়্যারগুলোর বেশির ভাগেই DOS কমান্ডের সাহায্যে রিকভার করতে হয়, যা অত্যন্ত ঝামেলার বিষয়।
তুলনামুলক ভাবে অন্য সফটওয়্যার থেকে দ্রুত হারিয়ে যাওয়া ফাইল রিকভার করুন।
পার্টিশানের ধরন FAT, NTFS, Ext2/Ext3 এগুলো সাপোর্ট করে। লিনাক্স বেইজড ওএস গুলো সেটাপ করতে গিয়ে বিয়াকুফি করে পার্টিশান হারিয়ে ফেললে এটি সেই হারিয়ে যাওয়া পার্টিশান ফিরিয়ে দিতে পারে আগের মতই।
এটির সাহায্যে WinPE বুটেবল সিডি/ইউএসবি ডিস্কের সাহায্যে ডিস্ক রিকভার করতে পারেন।
রিসাইকেল বিন থেকে ডিলেট হয়ে যাওয়া ফাইল আনডিলিট করুন।
করাপ্টেড ড্রাইভ থেকে ফাইল রিকভার করুন (যতটুকু রিকভার করা সম্ভব)।
এরকম অনেক ফিচার নিয়ে এই সফটওয়্যারটি পাওয়া যাবে নিচের লিংকে-
0 টি মন্তব্য:
Post a Comment