Saturday, October 30, 2010

আপনার শ্রবনশক্তি চেক করে নিন

মানুষ স্বাভাবিকভাবে ৮ কিলোহার্জ থেকে ২২ কিলোহার্জের শব্দ শুনতে পায়। কিন্তু নানা রকম নয়েজ যেমন- হেডফোনে গান শোনা, অতিরিক্ত আওয়াজ করা ফ্যাক্টরিতে কাজ করলে শ্রবন শক্তি কম বেশি হতে পারে। ২৫ বছরের উপরের বয়সের মানুষদের ১৫ কিলোহার্জের উপরের শব্দ শুনতে না পাওয়া কমন ব্যাপার।
মিউজিশিয়ানদের জন্য শ্রবন শক্তি কমে যাওয়ার ঝুঁকি অধিক।

যাই হোক, নিচে নানান  কিলোহার্জের সাউন্ড দেয়া হয়েছে। আপনি প্লে বাটন চাপলে বাফারিং শুরু হবে (হাই স্পীড ইন্টারনেট হলে ভিন্ন কথা)। বাফারিং এর পর একটি সাউন্ড শোনা যাবে। নিজেকে পরীক্ষা করে দেখুন কত কিলোহার্জ পর্যন্ত শব্দ শুনতে পান।

8 kHz

10 kHz

12 kHz

14 kHz

15 kHz

16 kHz

17 kHz

18 kHz

19 kHz

20 kHz

21 kHz

22 kHz


আমি মাঝে মাঝে হেডফোনে গান শুনি। আমার কান মাশাল্লাহ ভালো আছে। আমার বয়স ১৯ এবং আমার হিয়ারিং ফ্রিকোয়েন্সি ১৯ কিলোহার্জ পর্যন্ত।

0 টি মন্তব্য:

Post a Comment