Saturday, October 16, 2010

ওয়ারিদ ইন্টারনেট ১ জিবি=৩০ টাকা

ওয়ারিদের ইন্টারনেটের অফারটির কথা শুনে খুব আনন্দ পেয়েছিলাম।
             এর শর্ত গুলু ছিলঃ
                  ১জিবি এর জন্য ৩০টাকা দিতে হবে।(ভ্যাট সহ ৩৫টাকা)
                  ১ সপ্তাহ মেয়াদ।
                  সপ্তাহে দুই দিন।(শনি ও শুক্র)
                  ১০২৪ এমবি শেষ করতে না পারলে বাকী ব্যান্ডউইথ বাতিল বলে গণ্য হবে।
              চালু করার সিস্টেমঃ
                  P10 লিখে 5000 নাম্বারে সেন্ড করতে হবে।
              ব্রাউজ করাঃ
                  warid menu >> my stuff >> multimedia settings >> reset setting >> ok
                  এরপর configuration গুলি save করতে হবে।
              ফলাফলঃ
                  speed 1kbps.
                  শুধু মাত্র ছবি ডাউনলোড করা যাবে।
                  বলতে গেলে কোন সাইটে প্রবেশ করা যাবে না।
                   =
           " তাই আমি চাই না আর কেউ আমার মত বিপদে পড়ুক। তারা দাদার আমলের জিপিআরএস ট্যাকনোলজি             দিয়ে সার্ভিস দিয়ে থাকে। দাদার আমলের টেকনোলজি দাদাদের জন্যেই ছেড়ে দেয়া উচিত। আসুন আমরা             বাংলালায়ুন ব্যবহার করি।  "

0 টি মন্তব্য:

Post a Comment