Tuesday, October 26, 2010

ছাইড়া গেলাম মাটির পৃথিবী - রাজীবের পোন্দে পাঁচ কেজি চর্বি - EXPLiCiT বাংলা গান

চলে গেছ তাতে কি গানটি ব্যাপক এডাল্ট গান হলেও ছেলে বাচ্চাদের মুখেও এই গান হরদম শোনা যায়। সেরকমই আরেকটি গান পেলাম। এটা কিন্তু আগেরটার চেয়েও বহু গুন এডাল্ট হয়েছে আমার মতে। সাম্প্রতিক রাজীব প্রভাকে নিয়ে হয়ে যাওয়া কেলেঙ্কারী ঘটনায় এই গানের গায়ক রাজীবের কর্মকান্ডের বিপক্ষে ছিলেন। তাই রাজীবকে নিয়ে তিনি নানা ধরণের আউল ফাউল কথা বলেছেন।

 http://omsnewsbd.com/wp-content/uploads/2010/08/Rajib-prova-copy-300x254.jpg
গানটি বিলি বিতরণ করে গানটির প্রসার বৃদ্ধি করুন। তবে পিচ্চিদের হাতে দিয়েন না। তারা রাজীব প্রভার ব্যাপার নাও বুঝতে পারে আর বুঝে ফেললেতো আরো সমস্যা।


নিচে গানটার মিডিয়াফায়ার লিংক দিলাম-
ডাউনলোড
পাসওয়ার্ড দিবেন- acidoxide

আর অরিজিন্যাল অবসিকিউর-এর গানটা পাবেন এখানে- ডাউনলোড

0 টি মন্তব্য:

Post a Comment