Friday, October 8, 2010

অদ্ভূতুরে ভূতের গল্প - তিনটি ভুতের গল্প

এটি আমার লেখা দ্বীতিয় বহি। ইহার অভ্যন্তরে রহিয়াছে তিনটি গল্প। তিনটি গল্পই কুষংস্কারে পরিপূর্ণ। বিয়াকুব মানুষদের কিভাবে ভূত পিরেশান করে তার বর্ণনা আছে গল্প গুলোতে। তিনটি গল্পেই ভূতকে প্রাধান্য দেয়া হয়েছে যেন আসলেই ভূত বলে পৃথিবীতে কিছু আছে। প্রথম গল্পটিতে অবশ্য কিছু সত্যি ঘটনার সংমিশ্রনে অনেক মিথ্যা কথ লিখা হয়েছে। গল্প মানিয়ই বানিয়ে ইনিয়ে মিথ্যা বলা।  এসব মিথ্যা কথা বললে গুনাহ হয় না।
গল্প তিনটিতে আছে ভূত থেকে মানুষকে রক্সা করার জন্য তিন সুপারহিরো হুজুর। হাফিজ হুজুর আর কালা হুজুর উল্লেখযোগ্য আছে। কালা হুজুর সবচে' ভয়ানক। জ্বিনদের তিনি হ্যাস্তন্যাস্ত করেন। তিনি নিজেও একজন জ্বিন(কাউকে বলবেন না প্লিজ)।
গল্প তিনটি পড়ে আশা করি হিউজ মজা পাবেন।

0 টি মন্তব্য:

Post a Comment