আমার সম্পর্কে

আমার নাম নাহিদ পারভেজ। নাম শুনেই মানুষের আন্দাজ করা যায়। যেমন- নান্নু মিয়ার বয়স হবে চল্লিশের মত আর ইকতিদারের বয়স হবে বারো বা তেরো। আমার নাম থেকে সেরকম কোনো গন্ধ পাই না। তবে আমার বয়স উনিশ হবে। উনিশ হোক আর যেটাই হোক -মানুষের বয়স আঠারোর উপরে আর ত্রিশের নিচে থাকলেই হয়।
আমার সম্পর্কে বলতে গেলে কিছুই বলা সম্ভব নয় কিন্তু আমার আশে পাশে কিছু মানুষ আছে যারা আমার সম্পর্কে অনেক কিছুই জানে যা আমিও জানি না। তাদের নিঃসন্দেহে বড়ই বিয়াকুফ বলা যায়। আমি জানি না কেন তারা আমাকে নিয়ে নানা কথা রটায়। আমার সম্পর্কে কি খারাপ কথা রটালে আমার বিয়ে আটক হয়ে থাকবে? আমি লাড়কি নই, আমি আগা গোড়ায় পিউর দেশী পোলা।
গান শুনতে বড় পেয়ারা লাগে। সব ধরণের গানই শুনি তবে লিংকিন পার্কে'র গান সবচেয়ে ভালো লাগে। সব প্রকারের গানই আমি শুনি -আমার কম্পিউটারের সঙ্গীত সংগ্রহের মধ্যে 'Old and third class' নামেরও একটি ফোল্ডার আছে। এখানে আমার কাছে খারাপ লাগা গানগুলোও রেখেছি।
বই পড়তে পছন্দ হয় না। আমার ধৈর্যশক্তি নেই বলে আমি বই পড়তে পারিনা। বই পড়তে শুরু করলে মাথা ঘুরায়। চুখে জুনুপ্পর দিখি। তাই আমি বই পড়ি না। এজন্যেই আমি খারাপ স্টুডেন্ট। তবে রহস্য উপন্যাস জিনিসটা আমাকে খুবই উৎসাহিত করে -মিসির আলী আর শার্লক হোমসকে আমার ভালো লাগে। বাকী সব রহস্য উপন্যাস বাগোয়াজ লাগে, বড় হাসি পায়।

আমি পিউর মুসলমান নই। তবে আমার পিউর মুসলমান হওয়ার প্রচেষ্টা চলছে। বিশেষ কারণে আমি আল্লাহর চোখে বেয়াদ্দপ বান্দা হিসেবে গণ্য হয়েছি। সেই লিস্ট থেকে নাম কাটবে একদিন আশা করি। আমি আল্লাহর কাছে হেদায়াত প্রার্থী, নিশ্চয়ই আল্লাহ হেদায়াত প্রার্থীদের বিমুখ করেন না।
সুপারন্যাচারালে বিশ্বাস করিনা। পুরো বিষয়টাকেই হাস্যরস মনে হয়। এই বিষয়ে সিরিয়াস কিছু চিন্তা করতে গেলেই জুক্স বের হয়ে আসে। এককালে অবশ্য বিশ্বাস ছিল, এখন নাই।
আল্লাহপাকের কাছেকিছু চাইলেই নাকি পাওয়া সম্ভব। আমি চেয়েই ভুল করেছি, যেটা আসলে পাওয়ার ছিল সেটাই হারিয়ে ফেলেছি। কারণ আল্লাহ নাকি সবই তার বান্দাদের মঙ্গলের জন্যে করেন। আমার কাছ থেকে বড় কিছু চীজ নিয়ে গিয়ে তিনি আমার বড়ই মঙ্গল করেছেন।
মুভি দেখার ইচ্ছাও হয়। তবে ভালো লাগে না। জীবনে একটা মুভি ভালো লাগছে A Walk To Remember. আর কিছু ভালো লাগে না। বড় পেরেশান লাগে অন্য মুভি দেখতে।

কেন খামাখা এত কষ্ট করছি? লিখা এখানেই বন।