Saturday, August 20, 2011

মোবাইল দিয়ে কম্পিউটারকে কন্ট্রোল করুন

এখন বলতে যাচ্ছি পিসিকে যেভাবে মোবাইল দিয়ে কন্ট্রোল করবেন। JM2PC নামের একটি ওপেন সোর্স সফটওয়্যারের মাধ্যমে একাজটি সহজেই করতে পারেন। এর জন্যে মোবাইল ক্লায়েন্ট এবং পিসিতে সার্ভার সফটওয়্যার ইন্সটল দিতে হবে।
http://jm2pc.sourceforge.net/assets/intro-pic.png
সফটওয়্যার ফিচারসমূহঃ
> ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করুন।
> পিসির স্ক্রীণ মোবাইলে প্রদর্শন করতে পারবেন।
> পিসির যেকোনো প্রোগ্রাম মোবাইল থেকেই রান করাতে পারবেন।
> মোবাইল দিয়ে ভার্চুয়ালি মাউস কন্ট্রোল করতে পারবেন।
> মোবাইলের কী-প্যাড কী-বোর্ড হিসাবে ব্যবহার করতে পারবেন।
ডাউনলোডঃ
পিসি সার্ভার
মোবাইল ক্লায়েন্ট
রিকোয়্যারমেকন্টসঃ
মোবাইলঃ
যেকোনো জাভা সমর্থিত হ্যান্ডসেট।
পিসিঃ
জাভা রানটাইম ইন্সটল ও চালু থাকতে হবে। আপনার পিসিতে জাভা রানটাইম সক্রিয় আছে কিনা চেক করতে এখানে যান - জাভা চেক
জাভা ইন্সটলড না থাকলে ঐ সাইট থেকেই ডাউনলোড করে ইন্সটল করে নিন।

0 টি মন্তব্য:

Post a Comment