Sunday, August 21, 2011

কেগান মেথের দাঁত ফালায় দিছে নাসির

সহজ উপায়ে দাঁত উঠানোর ভিডিও - কেগান মেথের দাঁত উত্তোলন।
জিম্বাবুয়ে বাংলাদেশের ৫ম ওয়ান্ডে ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ। নাসিরের জন্য ইনিংসের লাস্ট বল করেন কেগন মেথ এবং সেই বলেই উনার দুইটা দাঁত চূর্ণ করে দেয় নাসিরের ব্যাট থেকে আসা বল। স্লো মোশনে জিনিসটা অনেক মারাত্মক লাগছে SAW মুভির মত।
কয়েক ওভার আগে এই মেথ, সাকিবের জন্য পরপর দুইটা ফুল টস বল করেন। এর একটা উইকেট কিপারের সাথে বাড়ি খেয়ে চার দ্বীতিয় বলে ছাকিব বোল্ড।
http://www.catchindia.com/uploads/cricket/Keegan-Meth.jpg
এই দাঁত এখন আর নাই।  big grin
বেচারার জন্য অনেক খারাপ লাগতেছে।  praying  ৯ উইকেট নিয়া খেলতেছে জিম্বাবুয়ে তারপরেও বাংলাদেশ জিতে কিনা তা দেখার বিষয়।
ভিডিও -

0 টি মন্তব্য:

Post a Comment