Saturday, August 20, 2011

ফেইসবুকের ৫ টি ট্রিকস - (জানা অজানার সংমিশ্রন = অজানা) :D

১। যেভাবে স্টাটাসের পাশে নতুন Dislike অপশান যুক্ত করবেনঃ
Like বাটনতো সব ওয়েবসাইট, আর্টিক্যাল, ব্লগ ইত্যাদি ইত্যাদি সবকিছুতেই আছে। কিন্তু Dislike, Hate,  Laugh at, Love, Me too, LOL, ROFL, OMG, WTF এমনকি নিজের দেয়া যেকোনো নামে বাটন তৈরী করে দিতে পারেন স্টাটাসের নিচে।
এর জন্যে আপনাকে যেতে হবে এই এপ্লিক্যাশন পেইজে http://apps.facebook.com/statusmagic/
সেখান থেকে আপডেট দিন আপনার স্টাটাস।
আপনার স্ট্যাটাস দেখাবে এরকম-
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/17942011-03-11_014355.png

২। স্টাটাস ট্যাগ/ কোনো প্রোফাইলের লিংক দেয়াঃ
ফেইসবুকে ছবি ট্যাগ করার ঘটনা অনেক আগের হলেও স্টাটাস ট্যাগ করার ব্যাপারটা নতুন। কাউকে উদ্দেশ্য করে স্টাটাস দিতে তার ওয়ালে গিয়ে পোস্ট না দিয়ে আপনার ওয়ালেই স্টাটাস আপডেট করে সেই ব্যক্তিকে জানিয়ে দিতে পারেন।
স্টাটাসে অন্য কোনো ফ্রেন্ডের সম্পর্কে কিছু লিখতেও এটি ব্যবহার করতে পারেন। যেমন-
Metalic Denis is really a great choshmish. But he's not a nerd. (Sorry DenniS, though u're not watching tongue) 8|
এখানে মেটালিক ডেনিস যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে এবং তার সম্পর্কে আপনি কিছু লিখছেন তখন Metalic Dennis ওয়ার্ড দুটিকে লিংক হিসেবে লিখতে পারেন স্টাটাসে। এতে করে স্টাটাসটি তার কাছেও ট্যাগ হয়ে যাবে।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/17952011-03-11_014355.png
৩।ব্লগার ক্লাউড এবার ফেইসবুকেঃ
যারা ব্লগিং করেন তারা ব্লগের সাইডবারে অনেকসময় এরকম ব্লগের ট্যাগ ক্লাউডের জাভাস্ক্রীপ্ট অথবা ফ্ল্যাশ ভার্সন বসান। এখন এরকম ট্যাগ ক্লাউড বা থ্রিডি ভিউ ফেইসবুকের ওয়ালেও দেয়া যাবে।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/17962011-03-11_014355.png
এর জন্যে এই এপ্লিক্যাশন পেইজে যেতে হবে- http://apps.facebook.com/statusanalyze_fb/
প্রথমে আপনাকে যে প্রিভিউ ভার্সনটি দেখাবে সেখানে আপনার সর্বোচ্চ ব্যবহৃত শব্দগুলোঘুরপাক খাবে। কিন্তু কাস্টোমাইজড লেখা জেনারেট করে ওয়ালে পোস্ট দেয়ার জন্যে Go 3D বাটনে চিপ দিতে হবে।
৪।স্টাটাসে উলটা লেখাঃ
স্টাটাসের লেখাটিকে উপরের দিকে উল্টায়ে লেখার জন্যে এই সাইটে যেতে পারেন, তবে এটা একটা বদ আইডিয়া ছাড়া কিছু নয়। ǝ-snʇɐʇs ɐɥʞǝl ɐʇln
এর জন্য এখানে যেতে পারেন-
http://www.typeupsidedown.com/
http://www.upsidedowntext.com/
৫। বেস্ট ফ্রেন্ড ট্রিকঃ
ফেইসবুকের স্টাটাসে আপনি একটি ফেইক প্রোফাইল লিংক ব্যবহার করে আপনার বন্ধুদের বোকা বানাতে পারেন। স্টাটাসে লিখুন-
Amar shob FB frnd er moddhe this is the person whom I like most: http://facebook.com/profile.php?=73322363
আপনি যদি এখন ফেইসবুকে লগিন করা থাকেন তাহলে উপরের লিংকে ক্লিক করলেই আপনি আপনার প্রোফাইল পেইজে চলে যাবেন যদিও এখানে যে প্রোফাইল আইডি আছে সেটা আপনার প্রোফাইলের আইডি না।
এখানে আপনার নিজস্ব মেসেজও লিখতে পারেন তবে এই লিংকটি থাকতেই হবে। এই লিংকে ক্লিক করলে যে কেউই তার নিজের প্রোফাইলে রিডাইরেক্ট হয়ে যাবে।
নোটঃ লিংকটি স্টাটাসে পেস্ট করার পর যদি আপনার নিজের নাম এবং ছবির থাম্বনাইল চলে আসে তাহলে উপরে লিংক থেকে সড়িয়ে স্টাটাসে ক্লিক করে তারপর আপডেট দিন। happy

0 টি মন্তব্য:

Post a Comment