Saturday, August 20, 2011

মজার গুগল (কিছু পুরান ও কিছু নতুন গুগল হোয়াক্স)

গুগল আমাদের সার্চ রেজাল্ট জানায়ে বহুত সাহয্য পাতি করতেছে।  thumbs up
সাহায্যের সাথে সাথে মজাও প্রয়োজন আছে।  clown
http://everydayfunnyfunny.com/wp-content/uploads/2010/11/google-favicon.jpg
প্রথমে গুগল বাংলাদেশ সাইটে যান যেইটা কিছু দিন আগে টাইগার ক্ষ্যাত হ্যাক করছিল। pirate*
www.google.com.bd (ইন্সট্যান্ট সার্চ অন থাকলে গ্লোবাল গুগলে হবে না)
এখানে গিয়ে নিচের কী-ওয়ার্ড গুলো লিখে ভাগ্যবান অনুভব করুন। অর্থাৎ 'ভাগবান অনুভব করছি' বাটন চিপান।  talk to the hand
LOL limewire - একটা ফ্ল্যাশ মুভি চালু হবে।
google sphere - গুগলের বিভিন্ন অপশানগুলা শুণ্যে ঘুরতে থাকবে।
elgoog - গুগলের সব টেক্সট উলটা দেখাবে। google <---> elgoog
google epic - আস্তে আস্তে সবকিছু বড় হইতে থাকবে। বড় হইতে হইতে শেষ পর্যন্ত কি হয় আর দেখি নাই।
google rainbow - সাত রঙা গুগল আপা।
google loco - গুগলের লোগোটা লাফাইতে থাকবে।
google bsd - শয়তানের কারখানা।
Google gothic - আরেকটা ফাউল সাইটে রিডাইরেক্ট করে দিবে।
ewmew fudd - গুগল ইলমার।
google 133t - হ্যাকার'স স্পেশাল।
google pirates - পাইরেটস স্পেশাল।
google chav - ভূয়া।
Google Gravity - গুগল আছাড় খাইয়া চুরুমচার হইবে। চেক কইরা দেখেন আমিতো ভুই পাইছিলাম।  silly
Google Pacman - ক্লাসিক পাকম্যান গেইম এডিশান।
Google Chuck Norris - চাক নরিসের সাইটে ঢুকাবে কিন্তু গুগল তখন নিজেই বুঝতে পারেনা চাক নরিসটা কে।
google shiny - শাইনি সার্চ ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে।
MentalPlex - পাগলদের জন্যে স্পেশাল।
google moon - চান্দের ম্যাপ
google sky - আকাশের নানান চান তারা গ্রহ নক্ষত্র দেখাইবে।
google mars - মঙ্গল গ্রহের ম্যাপ!
chicken  ascii art লিখে সার্চ দিলে দেখবেন গুগলের লোগো আসকিতে দেখাচ্ছে।
chicken  loneliest number লিখে সার্চ দিলে রেজাল্ট আসবে ১

alien এপ্রিল মাসের এক তারিখ বা তার আশে পাশের সময়ে গুগল এর ব্যবহারকারীদের নানানভাবে বেকুব বানায়। কেমনে বানায় দেখেন। কিছু এপ্রিল ফুল হোয়াক্স লিংক -
star চান্দে চাকরি - http://www.google.com/jobs/lunar_job.html
star কইতইজ্জা ব়্যাংক - http://www.google.com/technology/pigeonrank.html
star গুগলের শরবত পানীয় গাল্প - http://www.google.com/googlegulp/
star গুগল রুমান্স - http://www.google.com/romance/
star টয়লেটের কমোডের ভিতর দিয়া গুগলের হাই-স্পীড ইন্টারনেট সেবা - http://www.google.com/tisp/
star ব্লগারদের জন্য ওয়েব \লগ সুবিধা - http://buzz.blogger.com/2008/04/announc … -beta.html
star জিমেইলে কাস্টম-ফেইক টাইম - http://mail.google.com/mail/help/customtime/index.html
star লিখছে Google book search smells better কিন্তু পেইজে লেখা মনিটরে নাক দিয়া ঘ্রাণ নিতে, সুবাস আসে কিনা- http://booksearch.blogspot.com/2008/04/ … etter.html
star গুগল + ভার্জিন = ভার্গল - http://www.google.com/virgle/application.html
star গুগলের প্রিন্ট ডেলিভারি( তারা কইতে চায় আপনার গুগলের সব মেইল আপনি প্রিন্ট করতে দিবেন আর তারা ফ্রীতে সেটা করে আপনার বাসায় পৌছায়া দিবে - http://mail.google.com/mail/help/paper/index.html
star গুগল ক্রোম থ্রিডি ব্রাউজার - http://www.google.com/intl/en/landing/chrome/cadie/
star গরু ছাগলের ভাষা ট্রান্সলেশন- http://www.google.co.uk/intl/en/landing … oranimals/
star গুগল ক্লিনগন - http://www.google.com/webhp?hl=xx-klingon

http://www.rongmohol.com/extensions/exclusive_bbcode/img/film.pngইউটিউবে স্ন্যাক গেইম!
ইউটিউবে ভিডিও দেখার সময় স্লো কানেকশানগুলোতে অনেক্ষণ বাফারিং হয়। তখন ভিডিও স্ক্রীণের মাঝখানে একটা গোল্লা ঘুরতে থাকে।
তখন ভিডিওটি পজ করে  দিয়ে উপরের দিকের এ্যারো কী চেপে ধরে থাকুন। দেখবেন স্ন্যাক গেইম শুরু হইছে। নোকিয়া মুবাইলে আছে ঐরকম আরকি! big grin
http://www.rongmohol.com/extensions/exclusive_bbcode/img/color_swatch.pngগুগলের সব লোগো জন্ম থেকে পুরা কালেকশান পাবেন এইখানে - www.google.com/logos/
idea  গুগল এমুন এক সার্চ ইঞ্জিন যেইটার সাহায্যে সার্চ করে E-bay থেকে নানান প্রকারের জিনিস কিনতে পারেন যেইগুলা ই-বে আদৌ বিক্রি করে না বা ইচ্ছা করলেও বিক্রি করতে পারবে না। big grin
নমুনা দেখেন-
বেবি বিক্রি হয় ই-বে'তে?  confused
http://i55.tinypic.com/246q8ux.jpg


এইবার দেখেন আলুর দরে নাকি ই-বে তে ভালুবাসা বিক্রি হচ্ছে-   love struck
http://i52.tinypic.com/339i069.gif

0 টি মন্তব্য:

Post a Comment