Tuesday, November 30, 2010

গ্রামীনফোনে ২০ টি ফ্রী এসএমএস সাথে মাইক্রোসফট ড্রীমস্পার্কসের এ্যাকটিভেশন

 http://www.grameenphone.com/assets/images/content/GRA_h_neg_3D_4cp_25mm.gif
গ্রামীনফোন বলতে চায়, আলো নাকি আসবেই। আর সেজন্যেই গ্রামীনফোন চালু করে দেশব্যাপী মেধাবী প্রোগ্রামারদের দিয়ে মোবাইল সফটওয়্যার বানানোর কাজ। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ ছিল।
আলো যখন আসবেই  গ্রামীনফোনের গ্রাহকেরা কষায়া এই লিংকে প্রবেশ করেন -

এই লিংকে গিয়ে ভালো করে রেজিস্টার করে নিন। রেজিস্ট্রেশনের পর মেইল ভেরিফিকেশান করতে হবে।
সবকিছু করার পর এই লিংকে প্রবেশ করে লগিন করুন-

 http://www.isic.pl/tl_files/aktualnosci/microsoft_dreamspark.jpg
লগিনের পর আপনাকে মাইক্রোসফট ড্রিমস্পার্কস'এর জন্যে একটি এ্যাক্টিভেশন কী দেয়া হবে। সেই কী'র সাহায্যে আপনি ড্রিমস্পার্কসের ওয়েব সাইট থেকে বিনামুল্যের সফটওয়্যার ডাউনলোড এবং অন্যান্য সুবিধা পেতে পারবেন। DreamSparks এর ওয়েব এ্যাড্রেস এখানে - ড্রিমস্পার্কস। এখানে গিয়ে ভ্যালিডেটেশান কোড চাইলে আলো আসবেই ওয়েব সাইটে পাওয়া কী-পেয়ারস দিয়ে রেজিস্টার করে ফেলুন।


আর ২০ টি ফ্রী এসএমএস এর জন্য, লগিনের পর দেখবেন Account | Development profile | Developer Test Phone -এরকম তিনটি ট্যাব আসছে। তিন নাম্বার ট্যাবে ক্লিকুন। ক্লিকাবার পর আপনাকে আপনার গ্রামীনফোন নাম্বার দিতে বলবে। আপনার সচল সংযোগটির নাম্বার দিয়ে দেন। সচল হতে হবে এই কারণে বলছি যে, নাম্বারটি দেয়ার পর সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে।
নাম্বার দেয়ার পর দেখবেন একটা মেসেজ আসছে এরকম-
The changes have been saved.
You've requested change your Test phone. If you got the confirmation code, please enter it here.
ভেরিফিকেশান কোডসহ এসএমএস পাওয়ার পর সেটি দিয়ে আপনার ফোন নাম্বার ভেরিফাই করুন। Here বাটনে চিপকায়ে পরের পেইজে গিয়ে ভেরিফিকেশান কোডটি দিয়ে প্রমান করুন আপনার নাম্বারেই আপনি মেসেজটি পাঠিয়েছিলেন।
এবার এখানকার সফটওয়্যার দিয়ে এসএমএস পাঠানো শুরু করুন। - ডাউনলোড
প্রোগ্রামটি রান করাতে এক্সপিওয়ালাদের সমস্যা হলে নেট ফ্রেমওয়ার্ক ২.০ অথবা ৪.০ ইন্সটলাইতে হবে।

0 টি মন্তব্য:

Post a Comment