Monday, November 8, 2010

ঘেতু পুত্র কমলা - হুমায়ুন আহমেদের শেষ ছবি?

জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ুন আহমেদ ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি তার আগামী ছবি ‘ঘেতু পুত্র কমলা’ পরিচালনার পর পরিচালনা জগত থেকে সড়ে যাবেন। গত রবিবার চ্যানেল আই কার্যালয়ে ছবিটির মহরতের সংবাদ সম্মেলনে উনি এই ঘোষণা দেন।
হুমায়ুন আহমেদ ছবি পরিচালনা বাদ দেয়ার কারণ হিসেবে তার অধৈর্য মনোভাবকে দায়ী করেছেন। তিনিই লিখেছিলেন কোন উপন্যাসে –হে মানবজাতি তোমাদের বড়ই তড়াহুড়া। সেই তাড়াহুড়া’র  কারণেই তিনি ছবি নির্মাণ বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে গেলেন। তিনি বলেন, তার তাড়াহুড়ার কারণে এখন আগের মত ভাল ছবি নির্মাণ করতে পারবেন না। তাছাড়া তিনি আগের মত ছবি পরিচালনায় এত উৎসাহ নেই।
যদিও তিনি বলেছেন, তার খুবই আপন টাইপের কেউ যদি বিশেষ করে তার ওয়াইফ তাকে আবার ছবি নির্মাণ করতে বলেন তবে তিনি বিবেচনা করতে পারেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা সহকারী(!) কামাল আব্দুল নাসের চৌধুরী এবং ইমপ্রেস টেলিফিল্মের ডিরেক্টর জেনারেল ফরিদুর রেজা সাগর বক্তব্য রাখেন।
হুমায়ুন আহমেদের আসন্ন ছবি ঘেতু পুত্র কমলা সম্পর্কে তিনি বলেন, ছবিটি নাকি মুলত ঐতিহ্যবাহী ঘেতু গায়েনদের উপর ভিত্তি করে নির্মিত হবে।
ঐতিহাসিক ঘেতু পারফরমেন্সে, যুবক বয়েসী ছেলেরা মেয়েদের সাজে সেজে গেয়ে ও কুশ্লীল ভাবে নেচে উচ্চশ্রেণীর লোকদের খুশি করত।
উঠতি বয়েসী মামুন নামের এক ছেলে এই ছবিতে ঘেতু পুত্র কমলা হিসেবে অভিনয় করবে। তারেক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন আহমেদ এবং শামীমা নাজনিন প্রধান প্রধান চরিত্রে থাকবেন।
হবিগঞ্জ জেলায় গতকাল সোমবার এই ছবির চিত্রগ্রহন শুরু হয়েছে।

-সূত্রঃ নিউ এইজ থেকে অনুবাদকৃত।

0 টি মন্তব্য:

Post a Comment