ইমেজ ক্যাপচার বা স্ক্রীণ শট নেয়ার সফটওয়্যারের কোনো অভাব নেই। সামান্য স্ক্রীণ শট তোলার জন্য এমন এমন সফটওয়্যারও আছে যেগুলো উদ্ভট দাম দিয়ে কিনতে হয়। কিন্তু এখন যে সফটওয়্যারটির কথা বলছি সেটা বিলকুল ফ্রী। ফ্রীওয়ার সেটা বড় কথা না। এর সবচেয়ে বড় ফিচার হচ্ছে, এর সাহায্যে তোলা ছবিগুলোর কোণা রাউন্ড থাকবে।
সাধারণ স্ক্রীণ শট নেয়ার সফটওয়্যারগুলোতে ছবি তুললে অনেকটা এরকম হয়-

কিন্তু এর সাহায্যে নেয়া ইমেজ হবে এরকম-

দরকার থাকলে এখনি এখান থেকে ডাউনলোড করুন-

সাধারণ স্ক্রীণ শট নেয়ার সফটওয়্যারগুলোতে ছবি তুললে অনেকটা এরকম হয়-
কিন্তু এর সাহায্যে নেয়া ইমেজ হবে এরকম-
দরকার থাকলে এখনি এখান থেকে ডাউনলোড করুন-
0 টি মন্তব্য:
Post a Comment