আমাদের টুকরি সার্ভিস সেন্টারগুলোতে JAF দিয়ে খুব আয়োজন করে ফ্ল্যাশ দিতে দেখা যায়। তারা ফ্ল্যাশ দেয়ার জন্য একটা বক্স ব্যবহার করে। আরেকটা পেন-ড্রাইভ সদৃশ পি-কী নামের এক বস্তু ব্যবহার করেন। এই টিউটোরিয়ালে এসব কিছুই লাগবে না। লাগবে শুধু আপনার ফোন, ইউএসবি ক্যাবল আর পিসিতে কয়েকটা সফটওয়্যার।
প্রথম ধাপঃ
প্রথমে ডাউনলোড করে নেন নেভি ফার্ম ০.৩। এর কাজ হচ্ছে নকিয়া'র সাইট হতে আপডেট ফাইলগুলো ডাউনলোড করা। - ডাউনলোড লিংক
নেভিফার্ম ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নকিয়া'র উৎপাদিত সব মোবাইলের লিস্ট দেখাবে। ধরুন নকিয়া ৫৮০০ কে ফ্ল্যাশ দিবেন। তাহলে লিস্ট থেকে নোকিয়া ৫৮০০ সিলেক্ট করেন। পরবর্তী কলাম থেকে সর্বশেষ সফটওয়্যার ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলাম থেকে আপনার দেশের ভাষা অনুযায়ী ফার্মওয়্যার সিলেক্ট করুন। আপনার ভাষা যদি উল্লেখিত না থাকে তাহলে EURO ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলামে ৫/৬টা(বেশি-কম হতে পারে) ফার্মওয়্যার ফাইল দেখাবে। ওগুলো সিলেক্ট করে Internet Download manager এর সাহায্যে একটা একটা সবগুলো ডাউনলোড করুন। Download with program দিলে সারাদিনেও একটা ফাইল ডাউনলোড হবেনা। ডাউনলোড করা ফাইলগুলো একটি ফোল্ডারে জমা রাখুন।
দ্বীতিয় ধাপঃ
আপনার bb5 হ্যান্ডসেটটি সাধারণ ইউএসবি ক্যাবলের সাহায্যে পিসি স্যুইট মুডে পিসি'র সাথে সংযুক্ত করুন। এরপর মোবাইল অফ করে দিন।
BB5 হ্যান্ডসেট সমূহের তালিকা নিচেঃ
2700 Classic. 2730 Classic , 3109c, 3110c, 3120c 3250, 3500c, 3600s, 3610 Fold, 3710 Fold, 3720 Classic 5130 XpressM 5200 / 5200b 5220 XpressM 5230 XpressM 5330 5300 / 5300b 5310 / 5310b 5320 5500 5530 XpressM 5610 5630 XpressM 5700 5730 XpressM 5800 XM 5800 Navigation 6085 / 6086 6110n 6120c 6121c 6124c 6125 6126 / 6133b 6131 / 6133 6131 (NFC) 6132 6151 6208 Classic 6210n 6212c 6220 6233 6260 Slide 6263 6267 6270 6280 / 6288
6282 6290 6300 6300i 6301 6303 Classic 6500 Classic 6500 Slide 6555 6600 Fold 6600 Slide 6630 6650 Fold 6680 6681 6682 6700 Classic 6700 Slide 6710 Navigator 6720 Classic 6730 Classic 6760 Slide 6790 Surge 7210c 7230 7310c 7370 7373 7390 7500 7510c 7610c 7900 8600 8800 arte E50 -1/-2 E51 -1/-2 E52 E55 E60 -1 E61 -1/-i E62 -1 E63 E65 -1 E66 E70 -1/-2E71 E72 E75 E90-1
N70 -1/-5 N71 -1/-5 N72 -5
N73 -1/-5N75 N76 -1/-5 N77 -1N78 N79 N80 -1/-3 N81 -1/-3
N82 -1 N85 N86 8MP N90 -1 N91 -1/-5 N92 -1 N93 -1/-5
N93i -1/-5 N95 N95 8GB N96 N97 N97 Mini X3 X6
তৃতীয় ধাপঃ
আপনার মোবাইলের ব্যাটারি উল্টিয়ে দেখেন মোবাইলের গায়ে (যে স্টিকারে মেড ইন হাঙুরী, পিনল্যান্ট, চাইনা, নুকিয়া লেখা থাকে) সেখানে RM-356 টাইপের অথবা এরকম কোনো লেখা আছে কিনা। যেটাই থাকবে সে নামে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products এখানে একটা ফোল্ডার করে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফাইলগুলো পেস্ট করে দিন।
চতুর্থ ধাপঃ
এখান থেকে JAF এবং P-Key Emulator v3 ডাউনলোড করে নিন। পি-কী ইমুলেটরের v5-ও আছে কিন্তু ওগুলো সমস্যা করে। ভার্সন থ্রি'টাই বেটার হবে। JAF + P-Key v3 ডাউনলোড লিংক।
প্রথমে রার ফাইলের সব জিনিস একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিন। JAF ইন্সটল করে নিন। ইন্সটলেশানের মাঝখানে নকিয়া ক্যাবল ড্রাইভাও আপডেট হবে। ইন্সটলের পরে P-Key সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।
[Special Note for Seven & Vista: যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে p-key সফটওয়্যারে রাইট বাটন চেপে > Properties> Compatibility তে যান। এখানে Run this program in compatibility mode for: বক্সে টিক চিহ্ন দিন। এরপর পপ-ডাউন থেকে Windows XP (Service Pack 3) সিলেক্ট করেন। এরপর আরেকটু নিচে Run this program as an administrator-এও টিক চিহ্ন দিন। এরপর ওকে দিলে উইন্ডোজ সেভেনেও বিনা বাগে ব্যবহার করতে পারবেন। ভিস্তা ব্যবহারকারীরা সমস্যায় পড়লেও এই পদ্ধতির ভেতরে যেতে পারেন।]
P-Key v3 খুললে নিচের ইন্টারফেস দেখা যাবে-
সেখানে GO বাটনে চাপ দিন। দেখবেন কিছুক্ষণ পরেই JAF সফটওয়্যারটি ওপেন হয়েছে, সাথে একটি ইরর মেসেজ আসবে- Error: No box driver found. চিন্তামুক্ত থাকেন। OK চাপ দিয়ে দিন। এরপর জাফের উপরের দিকে BB5 ট্যাবে ক্লিক করেন। নিচের ছবির মত করে টিক চিহ্ন ব্যবহার করুন। Use ini বক্সে সবার শেষে টিক চিহ্ন দিন-
Use INI তে টিক দেয়ার পর নকিয়া উৎপাদিত সব হ্যান্ডসেটের লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনার BB5 হ্যান্ডসেটটি সিলেক্ট করেন। মোবাইল ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত অবস্থায় অফ রাখুন। এরপর ফ্ল্যাশ বাটনে চাপুন। একটা ওয়ার্নিং দেখাবে, সেটাতে Yes চাপুন। যখন বলবে মোবাইলের পাওয়ার বাটনে হাল্কা ২/৩ সেকেন্ড চেপে ধরতে হবে। যখন found লেখা উঠবে তখন বাটন ছেড়ে দিতে হবে। বাকী কাজ নিজে নিজেই হয়ে যাবে। ৫ মিনিট বা তারো কম সময়ে ফ্ল্যাশ শেষ হবে।
আপনি যদি কনফিডেন্ট হয়ে থাকেন তবেই কাজটি করেন। ফ্লাশের সময় সেট যদি ব্রিকড হয়ে পড়ে অথবা কারেন্ট যদি চলে যায় তাহলে পুনরায় ফ্ল্যাশ শুরু করুণ, এটা কোনো সমস্যা না। আবারো বলছি, Be confident then do it!
স্পেশাল নোট এক্সপি ব্যবহারকারীদের জন্যঃ যেসব এক্সপি ইউজারেরা নেভিফার্ম চালু করতে পারছেন না এবং চালু করার সাথে সাথে নিচের স্ক্রীণশটের মত ইরর মেসেজ পাচ্ছেন-
তারা এই লিংকে গিয়ে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক ৪.০ সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটলান। নেভিফার্ম সমস্যা ছাড়াই রান হবে।
0 টি মন্তব্য:
Post a Comment