HJsplit হচ্ছে খন্ড করা বড় ফাইল জোড়া লাগানোর প্রচলিত একটি সফটওয়্যার। ধরুন কোনো মুভি ডাউনলোড করলেন যার ফাইল এক্সটেনশান .001 .002 .003 এরকম। এরকম ফাইলকে জোড়া লাগানোর জন্যেই মুলতঃ HJsplit সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এই ফ্রী সফটওয়্যারের সাহায্যে ফাইল জোড়া লাগানোর সাথে সাথে ফাইলকে বিভিন্ন সাইজে ভাঙ্গতেও পারবেন।
.001 এই এক্সটেনশান ছাড়াও এখন কিছু নতুন এক্সটেনশান দেখা যায় .__a .__b .__c এই ধরনের। এগুলো HjSplit জোড়া লাগাতে পারে না। এগুলো জোড়া লাগানোর জন্যে FFSJ নামের আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটির ইউজার ইন্টারফেসও HJsplit থেকে ইউজার ফ্রেইন্ডলি। এটিতে HJsplit এর সব সুবিধাই পাওয়া যাবে। ডাউনলোড লিংক যুক্ত করা হয়েছে।
Saturday, November 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 টি মন্তব্য:
Post a Comment