Tuesday, November 30, 2010

ব্লাস্টার - ফেইসবুক ফ্রেন্ড এ্যাডার


http://www.thetechherald.com/media/images/200848/FacebookLogo_13.jpg
ফেইসবুকে এখন নতুন সুবিধা চালু করেছে যাকে আপনি চিনেন না তাকে আপনি এ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। অনেক সময় দেখা যায় নিজের ওয়াইফকেও এ্যাড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না।
এই সফটওয়্যারের মাধ্যমে বন্ধুদের বিনা বাঁধায় এ্যাড করতে পারবেন। একই সাথে পাঠাতে পারবেন হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনাকে শুধু দেখিয়ে দিতে হবে কোন পেইজের ফ্রেইন্ডদের আপনি এ্যাড করতে চান। লগিন করে সেই পেইজটি দেখিয়ে দিন। সফটওয়্যারটি সেই পেইজের সবার আইডি একটি টেক্সট ফাইলে সেভ করবে। এরপরের স্টেপে সেই টেক্সট ফাইলটি দেখিয়ে দিন। শুরু হবে অটোমেটিক এ্যাডিং...
এছাড়াও থাকছে ওয়ালে পোস্ট দেয়ার সুবিধা।
ক্যাপচার ছাড়াই কাজ কর্ম করার সুবিধা।
ফাইলটির পোর্টেবল ভার্সন পাওয়া যাবে এই জায়গায়-
http://hotfile.com/dl/84679148/3700208/Blaster..rar.html

0 টি মন্তব্য:

Post a Comment