০১. OR – যে কোনো এক্টির জন্যে সার্চ, যেমন- "price high OR low" এভাবে সার্চ দিলে কোনো জিনিসের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম দেখাবে।
০২ "-" – সার্চ করার সময় কোনো word বাদ দিয়ে সার্চ করতে লিখুন এভাবে, যেমন- "apple -tree"। দেখবেন আপনার সার্চ রেজাল্টের কোথাও tree word টি দেখা যাবেনা।
০৩ "+" – জোড়পূর্বক কোনো word সার্চ রেজাল্টে অন্তর্ভুক্ত করানোর জন্যে শব্দের ফাকে + দেয়া হয়। যেমন- "Name +of +the Game"। দেখবেন রেজাল্টে যে শব্দ গুলোর আগে + দিয়েছেন অর্থাৎ of এবং the শব্দ দুটী প্রাধান্য পেয়েছে।
Some of the query options are as follows:
০৪. define: – এভাবে সার্চ দিলে কোনো কিছুর সংজ্ঞা পাওয়া যাবে। যেমন- define:potato. এভাবে আলুর সংজ্ঞা পাওয়া যাবে। (acidage-এর কোনো সংজ্ঞা পাওয়া যায়নি)
০৫. stocks: – এভাবে সার্চ দিয়ে কোনো পণ্যের মজুদ সম্পর্কে জানা যেতে পারে। যেমন- stock:potato in bangladesh. বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলুউর মজুদ জানা যাবে।
০৬. site: – এরকম করে সার্চ দিয়ে জানা যাবে গুগল কোনো নির্দিষ্ট সাইটের কতটি পেজ ইন্ডেক্স করেছে। যেমন, site:acidagelive.blogspot.com ১,৬২,০০০ টি। আবার, "site:com" এভাবে সার্চ করলে শুধুমাত্ত্র ".com" দিয়ে ডোমেইনের রেজাল্ট গুলুই দেখাবে।
০৭. allintitle: – শুধু কোনো সাইটের টাইটেলই সার্চ করবে। সম্পূর্ণ সাইট করবেনা।
০৮. intitle: – এভাবে সার্চ করলে একাধিক শব্দ ব্যাবহার করা লাগবে। যেমন- 'intitle:acidoxide acidage'. প্রথম শব্দটি অর্থাৎ 'acidoxide' সার্চ করবে শুধু মাত্র টাইটেল থেকে আর 'acidage' সার্চ করবে সম্পূর্ন সাইট থেকে।
০৯. allinurl: – শুধু মাত্র সাইটের এড্রেস চেক করবে। সম্পূর্ন সাইট নয়। যেমন- 'allinurl:acidagelive'
১০. inurl: – এরকম সার্চ করতে একাধিক শব্দ দরকার হবে। যেমন- 'inurl:acidagelive Ghajini'. এক্ষেত্রে প্রথম শব্দ অর্থাৎ acidagelive সার্চ করবে শুধু এড্রেস থেকে আর Ghajini সার্চ করবে সম্পূর্ন সাইট থেকে।
The page-display options (or query types) are:
১১. cache: –এটি কোনো সাইট থেকে কোনো নির্দিস্ট শব্দ খুজে বের করে দিবে। এভাবে সার্চ করলে কাংখিত এড্রেসে দ্বীতিয় শব্দটি দেখাবে। যেমন- "cache:acidoxide.blogspot.com acidage" অর্থাৎ acidoxide.blogspot.com এই পেজে acidage শব্দটি হাইলাইট করে দেখাবে। কোনো পেইজ যদি কোনো ওয়েবসাইট রিমুভ করে দেয় তবে এই জিনিস ব্যবহার করে সেই পেইজও দেখা যাবে।
১২. link: – এভাবে সার্চ করে জানা যাবে আপনার সাইটের সাথে আর কে কে লিঙ্ক করে রেখেছে। যেমন- link:acidoxide.blogspot.com
১৩. related: – এভাবে সার্চ করে একই গোত্রের সাইটগুলো খুজে নেয়া যাবে।
১৪. info: – এটি সাইট সম্পর্কে কিছু তথ্য প্রধর্ষণ করে।. যেমন- info:acidagelive.blogspot.com
১৫. filetype: - এটি আপনার জন্যে কোনো নির্দিষ্ট ফরম্যটের ফাইল খুজে দিবে। যেমন- filetype:mp3
আরো...
1. movie:london. লন্ডনের থিয়েটার গুলোতে কি মউভি দেখাচ্ছে দেখাবে।
2. weather: dhaka/ zip code - আবহাওয়ার খবর জানাবে।
৩. csco: company name স্টকের খবর।
৪. time: city name যে কোনো শহরের সময় দেখাবে।
৫. 5*9+4= এরকম যেকোনো অংক লিখে যোগ বিয়োগ করে ফেলতে পারেন ক্যল্কুলেটর ছাড়া।
৬. book: Henry Wadsworth Longfellow বইটি সম্পর্কে তথ্য দিবে।
৭. earthquake: london কোনো শহরের ভূমিকম্পনের খবর দিবে। দূর্ভাগ্যের কারণে বাংলাদেশের জন্যে কাজ করেনা।
৯. 10.5 cm in inches লিখে কনভার্ট করতে পারেন চেন্টিমিটার থেকে ইঞ্চিতে। এরকম ভাবে অন্য এককও ব্যাবহার করা যাবে।
১০. popoulation Bangladesh - বাংলাদেশের জনসংখ্যা দেখাবে। অন্য দেশও ব্যাবহার করতে পারেন।
১১. unemployment rate: bangladesh - আমার মত লোকের শতকরা হার দেখাবে।আই মিন বেকার। ( আকারহীন)
১২. ~employee - সমার্থক শব্দাবলীর জন্যেও সার্চ ফলাফল দেখাবে। যেমন employee'র জন্যে workplace এর রেজাল্ট ও দেখাবে।
Saturday, November 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 টি মন্তব্য:
Post a Comment