Sunday, November 28, 2010
অফিস ২০০৭ এ পিডিএফ ফাইল তৈরীর প্লাগিন
অফিস ২০১০ এর মারাত্মক জটিল একটি ফিচার হচ্ছে ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে সেইভ করার সুবিধাটি। অফিস ২০০৭ এ কিন্তু এই গুরুত্বপূর্ণ ফিচারটি বিল্ট-ইন ভাবে দেয়া নেই। ওপেন অফিস নামের ফ্রী সফটওয়্যারেও যেখানে পিডিএফ তৈরীর ব্যবস্থা রাখা হয়েছিল তখন মাইক্রোসফটের জনপ্রিয় অফিস সফটওয়্যারে সেই সুবিধা ছিল না।
যাই হোক, অফিস ২০১০ এ সেই ফিচারটি রাখা হল। ফাইল > সেইভ এ্যাজ নির্দেশ দিয়ে পপ আপ থেকে পিডিএফ সিলেক্ট করে সেইভ করলেই হয়।
অফিস ২০১০ এ এই ফিচার দেয়ার পর মাইক্রোসফট তার পুরোনো প্রোডাক্ট অফিস ২০০৭ ব্যবহারকারীদের জন্যে একটা প্লাগিনের ব্যবস্থা করল ফ্রীতে। যার সাহায্যে অফিস ২০১০ এর মত করে অফিস ২০০৭'এও পিডিএফ ফরম্যাটে ফাইল সংরক্ষণ করা যাবে।
আপনার পিসিতে ইন্সটল করা অফিস ২০০৭ এর জন্যে নিচের থেকে ১ মেগাবাইট ওজনি পিডিএফ ফাইল তৈরীর প্লাগিনটি/এ্যাড-ইন ডাউনলোড করুন-
Subscribe to:
Post Comments (Atom)
0 টি মন্তব্য:
Post a Comment