Monday, December 27, 2010

কিছু জানা অজানা ফেইসবুক চ্যাট ইমোটিকন + বোনাস

ফেইসবুকে চ্যাট সাধারাণত একটা লাইট চ্যাটিং ইন্টারফেস। কোনো অতিরিক্ত ফিচার নেই এই চ্যাট ইন্টারফেসে। সাধারন কিছু স্মাইলি-ই শুধু ব্যবহার করা যায় ফেইসবুক চ্যাটে। তবে এই ব্যাসিক স্মাইলিগুলোর মধ্যে অনেকগুলোর সিম্বলই অনেকের অজানা।
আসুন দেখে নেই কোন সিম্বল ইনপুট দিলে কি স্মাইলি পাওয়া যাবে ফেইসবুক চ্যাটে।

 http://www.fbemoticons.com/wp-content/uploads/2010/03/facebook-emoticons.jpg
----------------------
[নোটঃ সিম্বলগুলোর মাঝখানের স্পেস ছাড়া লিখতে হবে।]
হাসি : )
ভেটকি : D
চোখের কারিগরি ; )
সুখযুক্ত চক্ষু ^_^
খটখইট্টা হাসি >:o
বিলাই হাসি :3
রাগান্বিত >: (
দুখী : (
কান্না :'(
আশ্চর্য্যান্বিত :O
ক্রিস্ট্যাল চশমা 8)
কালা চশমা 8|
জিব্লা : P
Woot?! O.o
চুখ বন্ধ -_-
হুরর... :/
শয়তান 3: )
ফেরেশতা O: )
চুম্মা : *
হার্ট <3 (অনেকটা এরকম দেখাবে ♥)
প্যাকম্যান :v
রোবট : |]
মেসির মত দেখতে কিন্তু আসলে মেসি না - :putnam:
হাঙ্গর মাছের মাথা (^^^)
পেঙ্গুইন <(" )
বেয়াল্লিশ :42:
---------------------
আরেকটা জিনিস হইলঃ
কোনো লেখা যদি এরকম করে লেখেন-  *ACiDAG3*    তখন বোল্ড হয়ে যাবে লেখাটি
আর লেখা আন্ডারলাইন করতে হলে এরকম লিখবেন-    _ACiDAG3_
বোল্ড আর আন্ডারলাইন দুইটাই একসাথে করতে চাইলে - *_ACiDAG3_*
-----------------------

বোনাসঃ big grin
উলটা অক্ষরঃ zZʎʎxXʌᴧn∩ʇ⊥sSɹᴚbΌdԀoO
uᴎɯWℸℸʞ⋊ɾſıIɥHƃƃɟℲǝƎp◖ɔɔqqɐ∀
068Ɫ65ᔭƐ21
স্টাইলিশ ফন্টঃ ᴬᵃᴮᵇ© ͨᴰᵈᴱᵉffᴳᵍᴴʰˡ'ᴶʲᴷᵏᴸˡᴹᵐᴺⁿᴼºᴾᵖᴽզᴿʳˢˢᵀᵗᵁᵘᵛᵛˣˣʸʸ⥸ʐ
যথেষ্ট।

0 টি মন্তব্য:

Post a Comment