Monday, December 27, 2010

হ্যাক s60v5 নতুন সব ফার্মওয়্যার - সম্পূর্ণ্ণ টিউটরিয়াল

নোকিয়ার পুরাতন ভার্সনগুলো হ্যালো অক্স দিয়ে সহজেই হ্যাক করা যেত। কিন্তু নতুন ফার্মওয়্যার আপডেটের সাথে সাথে নোকিয়ার সিকিউরিটি ব্যবস্থা জোড়ালো হচ্ছে। তাই হ্যাক করার ব্যবস্থাও জোড়ালো হয়েছে। নতুন ভার্সনের ফার্মওয়্যারগুলো হ্যাক করতে গেলে ফার্মওয়্যারগুলো প্রথমে নিজের মত করে কুক বা রান্না করে নিতে হয়। কিভাবে ফার্মওয়্যার রান্না করতে হবে সেটা নিয়েই এই টপিক।
প্রথমে বলে নেই কোন ফার্মওয়্যারগুলোকে এই সিস্টেমে হ্যাক করতে হবে। সোজা কথায় ফেব্রুয়ারী ১১, ২০১০ এর পর যেই ফার্মওয়্যারগুলো এই পর্যন্ত রিলিজ হয়েছে সেগুলোই এই পদ্ধতির অন্তর্ভুক্ত হবে। এর আগের ফার্মওয়্যারগুলো হ্যালো অক্স দিয়ে সহজেই হ্যাক করে নিতে পারেন। হ্যালো অক্স দিয়ে কিভাবে হ্যাক করতে হয় তা জানতে আমার লেখা আগের এই টপিকটি দেখে নিতে পারেন।
http://www.rongmohol.com/topic8130.html
ফার্মওয়্যার কুক করতে যেই টুলসগুলো প্রয়োজন হবে সেগুলো আগে সংগ্রহ করে নিন। নিচে এগুলোর লিংক দিলাম, মিডিয়াফায়ার থেকে নামিয়ে নিন। খুবই ছোট ছোট টুলস, তাই ডাউনলোডে সমস্যা হবার কথা না।
১। নেভিফার্ম - নকিয়া অফিসিয়াল সাইট থেকে ফার্মওয়্যার ডাউনলোড করার যন্ত্র। 
২। NFEstd.rar - এটা নকিয়া ফার্মওয়্যার এডিটর। এর সাহায্যেই রান্না করতে হবে ফার্মওয়্যার।
৩। J.A.F + Pkey5 - জাস্ট এনাদার ফ্লাশার। এই টুলের সাহায্যে ফার্মওয়্যার ফ্ল্যাশ দিতে হবে।
আরেকটা জিনিস আগেভাগে বলে রাখি, নেভিফার্ম যদি রান আপনার এক্সপি অপারেটিং সিস্টেমে রান না হয় তাহলে কষ্ট করে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক ৪.০ ডাউনলোড করে নিন।
আর কিছু না। এই টুল গুলোই যথেষ্ট ফার্মওয়্যার হ্যাক করার জন্যে। সবকিছু ঠিকঠাক ডাউনলোডের পর আসি কিভাবে হ্যাক করতে হবে নোকিয়ার নতুন ফার্মওয়্যারগুলো।
প্রথম ধাপঃ
নেভিফার্ম চালু করুন। এর কাজ হচ্ছে নকিয়া'র সাইট হতে আপডেট ফাইলগুলো ডাউনলোড করা।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/452010-09-30_012133.jpg
নেভিফার্ম ওপেন করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নকিয়া'র উৎপাদিত সব মোবাইলের লিস্ট দেখাবে। ধরুন নকিয়া ৫৮০০ কে ফ্ল্যাশ দিবেন। তাহলে লিস্ট থেকে নোকিয়া ৫৮০০ সিলেক্ট করেন। পরবর্তী কলাম থেকে সর্বশেষ সফটওয়্যার ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলাম থেকে আপনার দেশের ভাষা অনুযায়ী ফার্মওয়্যার সিলেক্ট করুন। আপনার ভাষা যদি উল্লেখিত না থাকে তাহলে EURO ভার্সন সিলেক্ট করুন। এরপরের কলামে ৫/৬টা(বেশি-কম হতে পারে) ফার্মওয়্যার ফাইল দেখাবে। ওগুলো সিলেক্ট করে Internet Download manager এর সাহায্যে একটা একটা সবগুলো ডাউনলোড করুন। Download with program দিলে সারাদিনেও একটা ফাইল ডাউনলোড হবেনা। ডাউনলোড করা ফাইলগুলো একটি ফোল্ডারে জমা রাখুন।
দ্বীতিয় ধাপঃ
NFEstd(Nokia Firmware Editor) চালু করুন। এর সাহায্যে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফার্মওয়্যার ফাইল এডিট করতে হবে। নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ৫/৬ টা ফাইলের মধ্যে একটার এক্সটেনশন হচ্ছে .rofs2.v**। এই ফাইলটিকেই আপনার এডিট করতে হবে। যাই হোক, এবার NFEstd'র Open File বাটনে চাপ দিন। চাপ দেয়ার পরে আপনার ডাউনলোড করা rofs2.v** ফাইলটি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর Extract বাটনে চিপেন। কিছুক্ষণ অপেক্ষা করেন আপনার ফার্মওয়্যার ফাইলটি ডিকমপ্রেস হওয়া পর্যন্ত। সব ঠিকমত হয়ে যাবার পর NFE'তে এরকম একটা উইন্ডো আসবে।
http://www.rongmohol.com/extensions/pic_man/img/upload/6932010-12-25_201413.jpg
এখন আপনাকে একটি ক্ষুদ্র ফাইল ডাউনলোড করতে হবে যার নাম InstallServer.exe। এই জিনিসটাই আপনার মোবাইলের যত রকমের সফটওয়্যার, থিম, গেম ইন্সটল নিয়ন্ত্রন করার পাশাপাশি আনসাইনড এ্যাপ্লিকেশান ইন্সটল করতে বাঁধা দেয়। আমি এখন যেই ফাইলটা দিচ্ছি সেটা আনসাইড সফটওয়্যার ইন্সটলে বাঁধা দিবে না।
ডাউনলোড ইন্সটল সার্ভার হ্যাকড।
এখন NFE'te এইটারে নিয়া পেস্ট করবেন x:\Sys\Bin ফোল্ডারে। আগের যেইটা আছে ঐটারে রিপ্লেস করায়ে দিবেন শুধু।
পেস্ট করার পর Repack/Rebuild বাটনে চাপ দেন। কিছুক্ষন পরে নতুন রান্না করা Rebuilt_rofs2.v** ফাইলটি নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফার্মওয়্যার ফাইলগুলো যেই ফোল্ডারে আছে সেখানে গিয়া জমা হবে।
তৃতীয় ধাপঃ
এইবার ব্যাপার খুব সহজ। নতুন জেনারেট করা rebuilt_.rofs2.v** ফাইলটি রেখে পুরাতন/অরিজিনাল ফাইলটি ডিলেট করে দেন। ডিলেট করার পর rebuilt লেখা ফাইলটিকে রিনেম করে rebuilt লেখাটি উঠিয়ে দিন যাতে করে অরিজিন্যাল ফাইলের মত দেখায়।
এবং .c01ফাইলের এক্সটেনশান চেঞ্জ করে .c0r করে দিন।
এখন আপনার মোবাইলের ব্যাটারি উল্টিয়ে দেখেন মোবাইলের গায়ে (যেই স্টিকারে মেড ইন হাঙুরী, পিনল্যান্ট, চাইনা, নুকিয়া লেখা থাকে) সেখানে RM-356 টাইপের অথবা এরকম কোনো লেখা আছে কিনা। যেটাই থাকবে সে নামে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products এখানে একটা ফোল্ডার করে নেভিফার্ম দিয়ে ডাউনলোড করা ফাইলগুলো পেস্ট করে দিন।
চতুর্থ ধাপঃ
JAF ইন্সটল করে নিন।  ইন্সটলেশানের মাঝখানে নকিয়া ক্যাবল ড্রাইভারও আপডেট হবে। ইন্সটলের পরে P-Key সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।
[Special Note for Seven & Vista: যদি আপনি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে p-key সফটওয়্যারে রাইট বাটন চেপে > Properties> Compatibility তে যান।  এখানে Run this program in compatibility mode for: বক্সে টিক চিহ্ন দিন। এরপর পপ-ডাউন থেকে Windows XP (Service Pack 3) সিলেক্ট করেন। এরপর আরেকটু নিচে Run this program as an administrator-এও টিক চিহ্ন দিন। এরপর Okদিলে উইন্ডোজ সেভেনেও বিনা বাগে ব্যবহার করতে পারবেন। ভিস্তা ব্যবহারকারীরা সমস্যায় পড়লেও এই পদ্ধতির ভেতরে যেতে পারেন।]
P-Key v5 খুললে নিচের ইন্টারফেস দেখা যাবে-
http://photos-542.friendster.com/e1/photos/24/58/6438542/1_324296577l.jpg
সেখানে GO বাটনে চাপ দিন। দেখবেন কিছুক্ষণ পরেই JAF সফটওয়্যারটি ওপেন হয়েছে, সাথে একটি ইরর মেসেজ আসবে- Error: No box driver found. চিন্তামুক্ত থাকেন। OK চাপ দিয়ে দিন। এরপর জাফের উপরের দিকে BB5 ট্যাবে ক্লিক করেন।
Normal Mode এবং CRT 308  থেকে টিক চিহ্ণ উঠায়ে দিন এবং Manual Flash এবং Dead USB তে টিক চিহ্ণ মারুন।
এরপর JAF ইন্টারফেইসের উপরের সাড়িতে দেখবেন কিছু বাটন আছে - MCU, PPM, CNT, APE Variant ইত্যাদি।
=> MCU তে ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .c0r ফাইলটি সিলেক্ট করেন।
=> PPM-এ ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .rofs2.v** ফাইলটি সিলেক্ট করেন।
=> APE Variant-এ ক্লিক করে C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-*** ফোল্ডারের .uda.fspx ফাইলটি সিলেক্ট করেন।
শেষ ধাপঃ
মোবাইল ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত অবস্থায় অফ রাখুন। এরপর ফ্ল্যাশ বাটনে চাপুন। একটা ওয়ার্নিং দেখাবে, সেটাতে Yes চাপুন। যখন বলবে মোবাইলের পাওয়ার বাটনে হাল্কা ২/৩ সেকেন্ড চেপে ধরতে হবে। যখন found লেখা উঠবে তখন বাটন ছেড়ে দিতে হবে। বাকী কাজ নিজে নিজেই হয়ে যাবে। ৫ মিনিট বা তারো কম সময়ে ফ্ল্যাশ শেষ হবে।
এখন আপনি যেকোনো আনসাইনড ফাইল ইন্সটল করতে পারেন।
C:\ ড্রাইভের সিস্টেম, রিসোর্স ফোল্ডারগুলোতে এক্সেস পাবেন।
সম্পূর্ণ কাস্টোমাইজড একটি ফোন পেতে পারেন। happy

0 টি মন্তব্য:

Post a Comment