Monday, December 6, 2010

পিজিন চ্যাট ক্লায়েন্ট

http://www.pidgin.im/shared/img/logo.text-big.gif
পিজিন একটি সহজ চ্যাট ক্লায়েন্ট যাতে মাল্টি লগিন সহ অনেক সুবিধা রয়েছে। এর সাহায্যে একই সাথে লগিন করতে পারেন ইয়াহু, এমএসএন, ফেইসবুক, গুগল টক ইত্যাদি চ্যাটে। বর্তমানে এর সাপোর্ট করা নেটওয়ার্কগুলো হচ্ছেঃ
    AIM
    Bonjour
    Gadu-Gadu
    Google Talk
    Groupwise
    ICQ
    IRC
    MSN
    MXit
    MySpaceIM
    QQ
    SILC
    SIMPLE
    Sametime
    XMPP
    Yahoo!
    Zephyr
এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হচ্ছে এর এক্সএমএল কনসোল। অন্যান্য এক্সএমএল ক্লায়েন্টগুলো থেকে এটি খুব তাড়াতাড়ি এক্সএমএল কোড অনুযায়ী এ্যাকশান নিতে পারে। আর এর এক্সএএমএল ইন্টারফেইসটি এ্যাকশান ফিল্ড থেকে আলাদা হওয়ায় কোড দেয়ার পর কি হচ্ছে তা এ্যাকশান উইন্ডোতে দেখ যায়। গত কয়েকবছর নিমবাজে ধুমায়ে চ্যাট করেছি এবং মানুষদের অযথা হয়রান করেছি এই কনসোল ব্যবহার করে।
এক্সএমএল কোড ও পিজিনে নিমবাজ নেটওয়ার্ক যুক্ত করার সম্বন্ধে জানতে এই লিংকে যেতে পারেন। এই সাইটে আমার কাস্টোমাইজ করা অনেকগুলো কোড দেয়া আছে-
http://i40.tinypic.com/169l2f4.jpg
নিমবাজ ছাড়াও অন্যান্য জাব্বের ক্লায়েন্ট সম্পর্কিত XML কোডের জন্য ভিজিট করতে পারেন জাবের এর অফিসিয়াল সাইট।
http://www.pidgin.im/shared/img/button.download.png

0 টি মন্তব্য:

Post a Comment