Wednesday, January 5, 2011

ফেইসবুকের ৩ টি কৌশল

পোস্টটি করার আগে চিন্তা করলাম বিষয়গুলা অত্যন্ত কমন। কিন্তু কিছু জিনিস দেখলাম আসলে আমি নিজেও জানিনা। তাই অনুবাদ করে আপনাদের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিলাম।
ফেইসবুক চ্যাট সাইডবারঃ
আজকাল সবাইই ওয়াইডস্ক্রীণ ডিসপ্লে ব্যবহার করে। আপনার ডিসপ্লের সাইজটিও যদি হয় বিশালকায় তাহলে এই ট্রিকটি আপনাকে অনেক সুবিধা দিতে সক্ষম।
http://www.hongki.at/images/facebook_tips/Facebook_Chat_Firefox_Sidebar.jpg
ফেইসবুকের চ্যাট ক্লায়েন্টটি সাধারণত নিচে একটা বারের মধ্যে থাকে যা অনেকসময় বিরক্তির উৎপাদন ঘটাতে পারে। যেহেতু ওয়াইডস্ক্রীণ মনিটরগুলো পাশাপাশিভাবে অধিকতর বিশাল তাই নিচের চ্যাট ক্লায়েন্টটি সাইডে রাখতে পারেন।
এটি করতে আপনাকে যা করতে হবে-
http://www.hongkiat.com/blog/wp-content/uploads/fchat02.jpg
১. ফায়ারফক্সে ঢুকে এক সাথে CTRL + D চাপ দেন।
২. বুকমার্রক নেম দিবেন - ফেইসবুক চ্যাট।
৩. এড্রেস দিবেন - http://www.facebook.com/presence/popout.php
৪. Load this bookmark in sidebar এ চেক দিন।
৫. ওপেরা ইউজাররা চেক দিবেন Show in pannel এ। অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে কমন সেন্স ইউজ করবেন। tongue
ব্যাস হয়ে গেল। যখন দরকার হবে সাইডবারে চ্যাট উইন্ডো ওপেন করে চ্যাট চালালেন। এমনকি ফেইসবুকে না ঢুকেও!!
-------
ফেইসবুক মেসেজ সিডিউলঃ
ফেইবুকের মেসেজ সিডিউল অনেকের জন্যে দারুন একটি ফিচার হতে পারে। কাউকে বার্থডে গ্রেটিংস, মরণ বার্ষিকির সমবেদনা ইত্যাদি সময়মত অটোম্যাটিকালি পাঠানোর জন্যে এই জিনিসের জুড়ি কম আছে।
প্রথমে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই সাইটে যান। সাইটের নাম দেয়া হয়েছে সেন্ডিবল। ফুটবল টাইপের নাম হলেও অনেক কাজের জিনিস।
গেলে নিজেই বুঝতে পারবেন কি করতে হবে। তবুও নিচে একটা স্ক্রীণ শট দিলাম-
http://www.hongki.at/images/facebook_tips/sendible.jpg
ফেইসবুকে সেন্ডিবলের এক্সেস আগে Allow করতে বলবে।  এরপর যার যার কাছে মেসেজ পাঠাতে হবে তাদের কনটাক্ট সেট করে দিবেন, আর কখন পাঠাতে হবে সময়টা দিয়া দেন। ব্যাস হ্যাপি বার্টডে।
----
সিক্রেট ফ্রেন্ডঃ
ধরেন আপনার ফ্রেন্ডলিস্টে আপনার বিগ বস আছেন। কিন্তু আপনি তার বড় মেয়েটিকেও আপনার ফেইসবুকে এ্যাড করতে চান। আর বস দেখলেতো বিপদ আছে নিঃসন্দেহে। তাই বসের আড়ালে এই কাজ করার জন্যে একটি সিস্টেমের কথা বলছি। tongue
১. ফেইসবুক লগিন করা অবস্থায় এই এড্রেসে যান http://www.facebook.com/settings/?tab=p … amp;ref=mb
২. এইরকম কিছু একটা দেখাবে-
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2009/03/privacysettingslist.png
৩. স্টাটাস আপডেটে ক্লিক করেন।
৪ . এরপর আপনার বসের ফেইসবুক আইডি সিলেক্ট করেন। এরকম-
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2009/03/statusupdateexception.png
কাজ হয়ে গেল। আপনার বস কখনো এই ব্যাপারে জানবে না। এই কাহীনি অন্য ফ্রেন্ডের গার্লফ্রেন্ড এ্যাড করার কাজেও কাজে লাগানো যায়। আরো কি কি কাজে কাজে লাগাবেন সেটা আপনার ডিমান্ড! tongue
----

চ্যাট হিস্টোরি সেইভ করুনঃ
ফেসবুকে চ্যাট ক্লায়েন্টটা অত্যন্ত মিনিমাল একটা জিনিস। কোনো আহামরি ফিচার ছাড়াই এটি। চ্যাট হিস্টোরি সেইভ করার মত একটা জরুরী জিনিসই এতে বিল্ট ইন ভা্বে নেই। সমস্যা না, নিচের পদ্ধতিতে আপনার ফেইসবুকের চ্যাট হিস্টোরি সেইভ করে রাখতে পারেন।
ফায়ারফক্সাররা এই এ্যাড-অনটি ইন্সটল করেন। - ডাউনলোড
আর ক্রোমারেরা এই এক্সটেনশন ইন্সটল করেন। - ডাউনলোড
ক্রোম আর ফায়ারফক্সের কথা এক সাথেই বলি,
ক্রোমে এই পথে যান - Window > Extensions > [FbCHM]
ফায়ারফক্সে হলে - Tools > Facebook chat history তে যান।
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/fbch-options.png
এইবার বাম সাইডের Get facebook ID তে ক্লিক করেন।
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/createacc.png
ফেইসবুক আইডি পাওয়ার পর আবার FbCHM এ গিয়া create account চাপেন। আগের পাওয়া ফেইসবুক আইডিটাকে  এ্যাকাউন্ট তৈরীর জন্যে ব্যাবহার করুন।
রেজিস্ট্রেশনের পর আপনার কাজ শেষ। এরপর থেকে আপনার চ্যাট ট্র্যাক করা হবে এবং পরবর্তীতে আপনি এক্সেস করতে পারেন।
পরবর্তীতে এক্সেস করতে ক্রোমাররা দেখবেন এড্রেসবারের পাশে এরকম একটা আইকোন দেখা যাবে-
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/fchm-chrome.png
আর, ফায়ারফক্সারেরা টুলস > ফেইসবুক চ্যাট হিস্টোরি ম্যানেজার > ভিউ হিস্টোরিতে যাবেন।
এরপর এরকম ক্যালেন্ডারের মত একট জিনিস দেখাবে। এখানে আপনার রেজিস্টার করার পরে করা সব চ্যাট হিস্টোরি দেখাবে।
http://main.makeuseoflimited.netdna-cdn.com/wp-content/uploads/2010/07/1.png
এইটা খুব জটিল প্রসেস হলেও কাজের জিনিস। নানান কাজে ব্যবহার করতে পারেন এটি। যেমন ধরেন আপনার পিসিতে কেউ চ্যাট করলে তার হিস্টোরি রেখে দেবে। এক প্রকারের কী-লগারের মতই। big grin

জ্যাসন ডেরুলোর চরম এক আরএনবি এ্যালবাম

এই এ্যালবামটা শুনলাম আর প্রত্যেকটা গানই ভাল লাগল। আমার কাছে কোনো গান সহজে ভালো লাগে না। কিন্তু এই এ্যালবামের গান গুলো এই কয়েকদিন শুনতে শুনতে শেষ তবুও পঁচতেছে না।
http://upload.wikimedia.org/wikipedia/en/4/4a/Jason_Derülo_Official_album_Cover.jpg
গানের লিস্ট নিচে দিলামঃ
No.    Title                         Length
1.    "Whatcha Say"          3:42
2.    "Ridin' Solo"          3:36
3.    "In My Head"          3:18
4.    "The Sky's the Limit"      3:42
5.    "What If"                      3:22
6.    "Love Hangover"      3:19
7.    "Encore"          3:43
8.    "Fallen"          3:15
9.    "Blind"                          3:35
সবচেয়ে বেশি ভালো লেগেছে যথাক্রমে Whatcha say, The sky is the limit, What if, Ridin' Solo, Love hangover এবং সবগুলোই।
সম্পূর্ণ এ্যালবাম ডাউনলোড করুন।